অনুকাব্য -২
দেবদাস
(০১)
অনামিকার বাঁধন আজ
মধ্যমাতে ঠেঁকতে চায়
সম্পর্কের চাদর ঢেকেই
প্রভু নষ্ট হয়ে যায়।।
(০২)
আট পেরিয়ে আসবে আশি,
বসত ঘরে বাজবে বাঁশি;
ভ্রমণ করেও চুরাশি,
দেবদাস মুক্ত হলোনা….
(০৩)
একটা পৃথিবী তার একটাই উপগ্রহ,
লোকে ভাবছে প্রেম,
কিন্তু আদপে সম্মোহ।।
(০৪)
হেথা মানুষে মানুষে
খোঁজে মানুষের মন
নিধিবনে বিধি পায়
সেই আস্ত বৃন্দাবন।।
(০৫)
মেয়েরা প্রশংসা সিংহের করলেও
পছন্দ কিন্তু গাধাকেই করে…
(০৬)
মন আগে জান তুই মহাজনী বাণী
জ্ঞান আদায় হলে তারপর কোরবানি।।
(০৭)
নিরিখে কোরবান করা,
আপনারে যে দেয় আসকারা;
রিপু যদি যায় মারা
তবেই মেহেরবানী।
(০৮)
অন্য পশু ক্যানে জবাই
ঈশ্বর বলেছে কি তাই?
মনে দিয়ে পশুর ঠাঁই
মুছবে না পরিশানি।
(০৯)
কুরবান করবে কিসের?
মনে যত পশু বিষের;
চিত্ত পাবেই সঠিক দিশে
দেবদাস দেইনে গুলতানি ।।
(১০)
মানুষে মানুষে মিলন হোক,
আর অঙ্গের সঙ্গে শৃঙ্গ;
প্রতিশ্রুতির খসড়া বানিয়ে
লিঙ্গে মুছুক লিঙ্গ।।
(চলবে)
লেখক সম্পর্কে

-
আমি দেবদাস
একজন ভারতবাসী।
সর্বশেষ লেখা
অণুকবিতা২০২০.০৮.০৯অনুকাব্য – ৩
অণুকবিতা২০২০.০৮.০২অনুকাব্য ০২ – দেবদাস
জীবনমুখী কবিতা২০২০.০৮.০২কোরবানি – দেবদাস
অণুকবিতা২০২০.০৮.০১অনুকাব্য 0১ – দেবদাস