অনুকাব্য – ১
দেবদাস
(০১)
এই শহর কান পাতলেই, বন্ধু বলে ডাকে;
মনে রেখো জাফর ব্রুটাসও বন্ধু বেশেই থাকে।
বন্ধু বাঁচে বন্ধ ভেঙে, মুক্ত পথের ঘরে;
তারাও আমার বন্ধু, যারা আমায় ঘেন্না করে।।
(০২)
ধূ ধূ মাঠে ছাই ওড়ে,
আজ দুচোখে খরার চিহ্ন;
জনস্রোতে ভাসা দেবদাস আমি
অস্তিত্বে ছিন্নভিন্ন।।
(০৩)
এই শহরে রাতজেগে
ঘুম ডেকে আনি;
উঠলে সূর্য নামবে বৃষ্টি
মুছে যাবে সব গ্লানি।।
(০৪)
প্রাণের গানের রক্তিম চোখে
বিনিদ্রতার নিশিকে পায়;
স্বপন বপন করে যারা,
যাতনই তাদের দেয় কি ঠাঁই!
(০৫)
ভোরের ফুলে মালার খবর
বাজারে ডজন ডজন,
নিজের কথা শুনে কালা
হতে পারে কজন??
(০৬)
চাঁদ সূর্যের রূপকথার
বাস্তবে থাকে গ্রহ;
জিভের ডগায় প্রতিশ্রুতি
আলজিভে বিদ্রোহ।।
(০৭)
পেটজ্বলুনির মাত্রা সমান
মুঠোর শক্ত ভাতে;
কিছু ফসকায় আঙুলের ফাঁকে
আরকিছু থাকে হাতে।।
(০৮)
সুদ মেটেনা অঙ্ক মেটে
বাড়ে কমে ঋণ;
দিন ফিরে বছর আসে
বছর ফিরলে দিন।।
(০৯)
উড়োজাহাজে পেরোবে ভেবে
এড়িয়ে এলাম নৌকো;
জীবন মেলাবো বৃত্তে ভেবে,
মিললো একখান চৌকো।।
(চলবে)
লেখক সম্পর্কে

-
আমি দেবদাস
একজন ভারতবাসী।
সর্বশেষ লেখা
অণুকবিতা২০২০.০৮.০৯অনুকাব্য – ৩
অণুকবিতা২০২০.০৮.০২অনুকাব্য ০২ – দেবদাস
জীবনমুখী কবিতা২০২০.০৮.০২কোরবানি – দেবদাস
অণুকবিতা২০২০.০৮.০১অনুকাব্য 0১ – দেবদাস