অনুকাব্য – ৩
– দেবদাস
১)
জীবনের গল্পটাকে বীজগনিতের সূত্র না বানিয়ে পীথাগোরাসের উপপাদ্য বানাতে চাই
এতে লম্ব আর ভূমিটা হয়ত কোনো অতিভূজ দ্বারা যুক্ত হতে পারে……..
২)
প্রেমের আমি প্রেমের তুমি
প্রেমের মাঝে হিয়ে,
আজকাল প্রেম উপচে
পড়ে যৌনাঙ্গ দিয়ে।
৩)
স্ত্রী আজ সঁপছে স্বত্তা
পরপুরুষের কাছে,
স্বামী তো গুরু বিপিন বাবু,
মত্ত বাঈজী নাচে।
৪)
গদির জোড়েই নদীর জল
হচ্ছে আজকে খালি,
সুইসাইড নোটে দীর্ঘশ্বাস
ফেলছে পেনের কালি।
৬)
তোমার চিত্তেই আমি বিরাজ করি
যদি বলো তোমার শরীর নষ্টা তবে আমি তাই সই
কারণ আমি যে নষ্টা লজিকে নষ্টালজিক হতে চাই।
৭)
আজকের প্রেম প্রতিনিয়ত
হতে থাকে বিচ্ছিন্ন,
শব্দ গুলো এক থেকে যায়
কন্ঠ হতে থাকে ভিন্ন।
৮)
মানুষ বড়ো বিচিত্র জীব
কষ্ট নাকি সইনা!
ট্র্যাজিক চরিত্রের ম্যাজিক ছাড়া
গল্প রচনা হয়না।
৯)
বিবস্ত্র শ্যামা না কি
নগ্ন এই সমাজ ?
শ্যামাদের রক্ষার্থে কি
শহরে আলোর সাজ?
মুন্ডু হাতে একটা আছে
একটা রাতের সাজ,
সকাল হতেই শহর জুড়ে
আবার চলবে অসুর রাজ।
১০)
দাম্পত্য জীবন মানে
ভাঙা আসবাবের মাঠ,
ঝগড়া হলে সব ভাঙলেও
শুধু ভাব হলে ভাঙে খাট।
লেখক সম্পর্কে

-
আমি দেবদাস
একজন ভারতবাসী।
সর্বশেষ লেখা
অণুকবিতা২০২০.০৮.০৯অনুকাব্য – ৩
অণুকবিতা২০২০.০৮.০২অনুকাব্য ০২ – দেবদাস
জীবনমুখী কবিতা২০২০.০৮.০২কোরবানি – দেবদাস
অণুকবিতা২০২০.০৮.০১অনুকাব্য 0১ – দেবদাস