আসবিতো বাবু
– নূপুর আঢ্য
বাবু আমি বৃদ্ধাশ্রম থেকে মা বলছি,
কেমন আছিস বাবু, ভালো আছিসতো।
সেই যে আমায় এখানে রেখে চলে গেলি
আর একবারও দেখা করতে এলিনা,
তোর জন্য মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে।
হ্যাঁরে বাবু, দাদুভাই, বৌমা কেমন আছে?
এখানে আসার সময় দাদুভাই
আমাকে জড়িয়ে খুব কেঁদে ছিলো,
যদি পারিস দাদুভাইকে নিয়ে একবার দেখা করে যাস।
আমার শরীরটা ভালো যাচ্ছেনা, কখন কি হয়,
যাবার সময় তোদের দেখতে খুব ইচ্ছে করছে।
বাবু একবার আয়,তোদের না দেখে আমি –
মরেও শান্তি পাব না,আসবি তো বাবু?
778 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

সর্বশেষ লেখা
কবিতা২০২২.০২.২৬বই মেলা ২০২২ – হুমায়ুন কবির
কবিতা২০২২.০২.২৬একুশ তুমি – কায়সার উদ্দিন জালাল
কবিতা২০২২.০২.২৬উড়াল পাখী – আব্দুল অদুদ চৌধুরী
কবিতা২০২২.০২.২৬যতই লাগুক ঢেউ – পরেশ চন্দ্র সরকার