একুশে ফেব্রুয়ারি
সমীর কুমার ভৌমিক
তোমারা যারা আছো ওপারে
শুনতে পাচ্ছো কি ?
আবার এসেছে ফিরে
আমাদের একুশে ফেব্রুয়ারি !
ফুলের বাগানের মাঝে
আজ বিকশিত শতদল,
বর্ণ-সুষমা-সৌরভে
সবচেয়ে বেশি উজ্জ্বল ।
তরুণ তাজা প্রাণের বিনিময়ে
রাজপথ করে লালে লাল,
স্বপ্নের বর্ণরা আজ
কালের খাতায় হয়েছে সফল।
বর্ণমালা আমার সাধের বর্ণমালা
প্রাণের বাংলা ভাষার মালা,
দোলে সুখ উল্লাসে-হিল্লোলে
ফুলহার হয়ে তোমাদের গলে ।
ব্যর্থ হওনি তোমরা বন্ধু প্রিয়,
তোমাদের প্রাণের অঞ্জলি
ওই দেখো বিকশিত আজ
ভাষা পদ্মের কলি।
প্রতি দিন প্রতিক্ষণে
তারই মধু পান করে চলি,
সে যে আমারও মাতৃভাষা
আমারও হৃদয় কলি।
বন্ধু তোমরা দিয়েছো তার সম্মান
বিশ্বের দরবারে পাকা করে স্থান,
তোমাদের কখনো কি ভুলতে পারি
হৃদয়জ ক্ষত আমাদে একুশে ফেব্রুয়ারি ।
[০২/০২/২০২০]
লেখক সম্পর্কে

-
কবি সমীর কুমার ভৌমিক । জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রীষ্টাব্দে(ভারতবর্ষের) হাওড়া জেলার কামিনা গ্রামে। পিতা-দিবাকর ভৌমিক,মাতা-অমিয়া ভৌমিক।
কবির পেশা শিক্ষকতা। শিক্ষায় এম.এ. (বাংলা)। "জনপদ" (ত্রৈমাসিক) পত্রিকার নিয়মিত লেখক।
এছাড়াও কবির কবিতা যেসব সংকলন গ্রন্থে স্থান পেয়েছে “কাব্যতরী” প্রকাশনায় কবির কলম "কিশলয় "(কামিনা), "প্রথমা" (মেদিনীপুর), "ছবি ওছড়া" এবং "শতকবি হাজার কবিতা" (উলুবেড়িয়া মহকুমা সংস্কৃতি পরিষদ),"কবিতার স্বরলিপি"(সম্পাদনা সুমনা সেনগুপ্ত), "বর্ণতারা" (সম্পাদনা রজনী মাখাল)
কবি স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সাহিত্যগোষ্ঠীর কাছ থেকে ১০০টিরও বেশি "সম্মাননা" পত্র পেয়েছেন।