কবিতায় স্বাধীনতাকে সাজাই
সমীর কুমার ভৌমিক
স্বাধীনতা মানে কি মুক্তি?
মনের মধ্যে খুঁজে বেড়াই যুক্তি!
মুক্তি মানে কী?
রুদ্ধদ্বারের বাইরে পাওয়া শুক্তি !
স্বাধীনতা মানে স্ব-অধীনতা
নয় ইচ্ছে খুশির বারতা,
প্রাণ ভরে পাওয়া মুক্ত শ্বাস
পরস্পরের প্রতি কপটহীন বিশ্বাস।
স্বাধীনতা মানে ঝর্ণাধারা
উচ্ছল প্রবাহের মুক্তকারা
দখিণ পবনে উড়িয়ে আঁচল ছড়িয়ে পড়া
মানবতার পথে মনকে গড়া ।
স্বাধীনতা মানে অন্ধকারের বুক চিরে ভোর
অত্যাচারের পথে আইনের দোর,
স্বাধীনতা মানে শরৎ মেঘের ভেলা
কাশের বনে শিউলি টগর নিয়ে খেলা।
স্বাধীনতা দেশের মুক্তি, নিশান ওড়ার পালা
নতুন করে মানব মন্ত্র নিয়ে চলা,
স্বাধীনতা ভালোবাসার হিতকর্ম
স্মরণ শহিদ জনে,ভক্তি শ্রদ্ধা অর্ঘ্য ।
821 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি সমীর কুমার ভৌমিক । জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রীষ্টাব্দে(ভারতবর্ষের) হাওড়া জেলার কামিনা গ্রামে। পিতা-দিবাকর ভৌমিক,মাতা-অমিয়া ভৌমিক।
কবির পেশা শিক্ষকতা। শিক্ষায় এম.এ. (বাংলা)। "জনপদ" (ত্রৈমাসিক) পত্রিকার নিয়মিত লেখক।
এছাড়াও কবির কবিতা যেসব সংকলন গ্রন্থে স্থান পেয়েছে “কাব্যতরী” প্রকাশনায় কবির কলম "কিশলয় "(কামিনা), "প্রথমা" (মেদিনীপুর), "ছবি ওছড়া" এবং "শতকবি হাজার কবিতা" (উলুবেড়িয়া মহকুমা সংস্কৃতি পরিষদ),"কবিতার স্বরলিপি"(সম্পাদনা সুমনা সেনগুপ্ত), "বর্ণতারা" (সম্পাদনা রজনী মাখাল)
কবি স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সাহিত্যগোষ্ঠীর কাছ থেকে ১০০টিরও বেশি "সম্মাননা" পত্র পেয়েছেন।