করম আলীর বাড়িফেরা
– আমির হোসেন
করম আলী একজন ফেরিওয়ালা। কখনো তার মাথায় মাছের চাঙারি, কখনো মুরগির খাঁচা। সকাল-সন্ধায় রাজধানীর অলি-গলিতে হাঁক দিয়ে যায় করম আলী। একদা সে গ্রামে ছিল। খেটে খাওয়া দিন মজুর নয়। মাঝারি গৃহস্থ। গোলাভরা ধান আর গোয়ালভরা গরু তার ছিল না। তবে সামান্য জমিজামা যা ছিল তাতে তার বছরের খোরাক মতো ধান হত। পিঁয়াজ, রসূন ও অন্যান্য রবি শস্য মিলে চলে যেত পুরো বছর। আজ চাঙারি বা খাঁচা মাথায় করে জীবনের ঘানি টানা মানুষটি প্রায় নিরাশ্রয়। জনাকীর্ণ মানুষের ভারে ডুবু ডুবু ঢাকার কোন বস্তি কিংবা ফুটপাত তার ঠিকানা।
বাড়ির কথা খুব মনে পড়ে করম আলীর। বিশেষ করে দুই ঈদের সময়। যাওয়ার উপায় নেই। ঈদ আসলে যে হাজার, হাজার বলছি কেন লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন বিপন্ন করে হলেও গ্রামের দিকে ছুটে, আত্মীয় পরিজনকে দাওয়াত করে খাওয়ায় কিংবা নিজেরা তাদের বাড়ি দাওয়াত খেতে যায় করম আলী তাদের একজন নয়। যারা বাসে, লঞ্চে, ট্রেনে যে যেভাবে পারে গ্রামে ছুটে সেখানে তাদের একটা আশ্রয় আছে। এই মানুষটির জন্য সেরকম কিছু নেই।
যাদের জীবনে কোন ছুটি নেই, ঈদ নেই। ছুটি নিলেই পরিবারসুদ্ধ অনাহার। তাদের সামান্য হাতের পাছ পুঁজি থাকে। তারা সে পুঁজিকে আকড়ে ধরে থাকে। কেননা তারা জানে, যে কোন মুহূর্তে তা বেহাত হয়ে যেতে পারে। যাদের পুলিশে গুঁতোয়, মাস্তানরা চাঁদার জন্য শাসায়। করম আলী তাদের দলে। গ্রামে যদি একটা আশ্রয় থাকত তাহলে অন্তত ঈদ আসলে জীবন বিপন্ন করে হলেও বাড়ি ফিরত সে। যেমন লক্ষ লক্ষ মানুষ বাড়ি ফিরে। প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে ঈদের আনন্দ। কেননা গ্রামের সেই আশ্রয়ে জীবন আছে বলে মনে করে করম আলী। তাই স্মৃতির জাবর কেটে কেটে আনমনা হয় সে। কি হতে কি হয়ে গেল-সব এলোমেলো। হঠাৎ একদিন জ্বর হলো করম আলীর বৃদ্ধ বাবা রহম আলীর। টানা তিন দিন তিন রাত জ্বরের পর পঙ্গু হয়ে গেলেন তিনি। ওদিন-কুদিন বার মাস বিছানায় বাবা আর স্ত্রী পুত্র সহ সাত আট জনের সংসার সামান্য জমির ফসলে সামাল দিতে পারছিল না করম আলী।
দেখতে না দেখতেই চারদিক থেকে ঋণের চাপে পড়ে গেল সে। একদিকে অসুস্থ বাবা-মার চিকিৎসার খরচ অন্য দিকে বাড়ন্ত লতার মতো পাল্লা দিয়ে বাড়ছিল চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। কিছুতেই কুলে তরী বিড়াতে পারছিল না সে। দ্বিগি¦দিক জ্ঞানশূন্য হবার উপক্রম হল তার। বছর না ঘুরতেই সুদখোরদের সুদের দায় থেকে মুক্তি পেতে সামান্য জমিজামা এমনকি বাড়ির সামনের বিচরা জায়গাটুকুও বিক্রি করে দিতে হল তাকে। তারপরও নিয়তির নির্মম পরিহাস-বাঁচানো গেল না বাবা-মাকে। একবার ভাবে করম আলী, বাবা-মা মরে গিয়ে একপ্রকার বেঁচেই গেছেন। নয়লে এমন অভাব আর আশ্রয়হীনতায় তাদের কষ্ট কিভাবে সহ্য করত সে। এরপরও পাওনাদারদের সমস্ত পাওনা পরিশোধ করতে পারেনি করম আলী।
স্বামীর সম্মান ও দায়মুক্তির কথা চিন্তা করে ভাইদের কাছ থেকে একপ্রকার জোর করেই ধর্মমতে তার পাওনা অংশটুকুও নিয়ে এসেছিল আয়েশা। তাতেও শেষ রক্ষা হল না এ পোড়া সংসারটির। করম আলীর ছোট্ট উঠোনটিতে সালিশ বসাল সুদখোর পাওনাদাররা। সালিশে মাত্তব্বরগণ রায় প্রদান করলেন-যেহেতু করম আলীর দুই আড়াই শতকের এই ভিটে বাড়িটুকু এবং এতে দু’চালা টিনের ঘরখানা ছাড়া আর কিছুই নেই, তাই মিয়ারা তোমাদের পাওনা সমস্ত টাকা পাওয়ার কোন সম্ভনাই নেই। তবে আগামী পনের দিনের মধ্যে আজকের সালিশ প্রধান গোলাম হোসেন মেম্বার সাহেব করম আলীর ভিটেটুকু আর চালা ঘরখানা বিক্রি করে আপনাদের পাওনা টাকার কিছু কিছু অংশ আনুপাতিক হারে পরিশোধ করে দেবেন।
আর বাকি টাকা আল্লাহর হস্তে মাফ করে দেয়ার জন্য সালিশের পক্ষ থেকে অনুরোধ করা হল। সালিশের সিদ্ধন্তে আকাশ ভেঙে মাথায় পড়ল করম আলীর। কেউ যেন তেইশ মনের একটি পাথর দিয়ে চেপে ধরেছে তার বুকের ওপর। কোয়ান তুলে কাঁদতে থাকল আয়েশা। অ আল্লারে এ ভিটে ছাড়া অইলে আমি আমার মেয়ে ছেলেগুলারে নিয়া যামু কই-খাওয়ামু কী? অবুঝ ছেলে মেয়ে ক‘টির চোখেও জল টলমল। বার বার স্বামীকে বলল- ওগো তুমি পাওনাদারদের হাতে পায়ে ধর। তাদের বুঝাও। তোমার দু‘ দুটি মেয়ে সুমত্ত হয়তেছে। বছর ঘুরতেই সাদির ব্যবস্থা করতে অইবে। তাদের বুঝাইয়া কইলে তারা নিশ্চয় এতটা নির্দয় অইবো না। পাথুরে মুখ খুলল করম আলী। তুই বুঝবিনারে বউ, সুদখোরদের কাছে কাকুতি-মিনতি করা আর পাষাণ পাথরে মাথা কুটা একই কথা। সুদখোররা যে কতটা নির্মম হতে পারে তা ভূক্তভোগী ছাড়া কেউ আন্দাজ করতে পারবে না।
ভিটে এবং চালাঘর ঠিকই বিক্রি করেছিল করম আলী। তবে মাত্তব্বরগণের সিদ্ধান্ত মত নয়। একজন পাওনাদারের কাছেই। পরের দিন চুপি চুপি সুদখোর গোলাম কাদেরের সাথে দেখা করে সে। চালাঘর সমেত ভিটের দাম এক লক্ষ টাকায় রফাদফা করে। এর পঞ্চাশ হাজার টাকা গোলাম কাদের সুদে-আসলে রেখে দিবেন। আর পঞ্চাশ হাজার টাকা করম আলীকে দিবেন। কথানুসারে কাজ। পরের দিন সাবরেজেস্ট্রি অফিসে গিয়ে শেষ সম্বলটুকু গোলাম কাদেরের নামে লিখে দিয়ে আসে করম আলী। এবং সেই রাতেই পঞ্চাশ হাজার টাকা পুঁজি করে ৩০ বছরের জন্মস্থানকে পিছনে ফেলে সপরিবারে ঢাকা শহরে পালিয়ে আসে সে। তারপর থেকে দীর্ঘ আধা যুগ অতিবাহিত হতে চলছে। আষাঢ়ের প্রথম ঢলে বিচ্ছিন্ন হওয়া একগুচ্ছ কচুরী পানার মতোই ভাসছে করম আলীর পরিবার রাজধানী ঢাকার জন¯্রােতে। বড় মেয়ে মেহেরজান ও মেঝো মেয়ে রূপচানকে সে রামপুরা রোডের একটা গার্মেন্টে চাকরিতে পাঠিয়েছে।
তৃতীয় নম্বর মেয়েটিকেও তাদের সাথে পাঠাতে চায় আয়েশা। কিন্তু রাজি হয় না করম আলী। বলে গার্মেন্টের কাজের এত কষ্ট সহ্য করতে পারবে না আমার মা কুদুরচাঁন। আর একটু ডাঙ্গর হউক। গরীবের ঘরে যখন জন্মাইছে গার্মেন্টের কাজ অথবা কোন বড় লোকের বাসা বাড়িতেইতো কাজ করতে হইবে ওদের। করম আলীর চারটি ছেলেমেয়ের সবচেয়ে ছোটটি ছেলে। করম আলী তার একমাত্র ছেলে সন্তান মারুফ আলীকে বস্তির ব্রাক স্কুলে ভর্তি করে দিয়েছে। মগবাজার বার নম্বর বস্তির একটিমাত্র খুপড়ি ঘরেই স্ত্রী-পুত্র ও মেয়েদের নিয়ে থাকে করম আলী। কতবার সে ভেবেছে যে এমন একটি খুপড়ি ঘর যদি পাওয়া যাইত যেটিতে মেয়েদের জন্য ছোট্ট একটি পার্টিশান দেওয়া যায়। মেয়েরা এখন বড় হয়েছে। সুমত্ত মেয়েদের নিয়ে এক ঘরে আয়েশার পাশে শুতে খুবই লজ্জা করে করম আলীর। কিন্ত উপায় নেই। পার্টিশানওয়ালা খুপড়িঘর পাওয়া গেলেও ভাড়া গুণতে হবে দ্বিগুণ। তাছাড়া মাস্তান আর সেচ্চর পোলাপানগুলার কারণে মেয়েদের এক খুপড়িতে রেখেই অনিরাপত্তায় ভূগে সে। না জানি কখন হুক্কা হুয়া দিয়ে তার মেহেরজান আর রূপচাঁনের ইজ্জতের ওপর ঝাঁপিয়ে পড়ে শেয়ালের দল।
ঈদ আর মাত্র পাঁচ ছয় দিন বাকি। গত এক সপ্তাহ ধরেই মনটা কেবল আনচান করছে করম আলীর। এবারও বাড়ি যেতে পারবে না সে! গত ঈদের সময় মেহেরজান বলেছিল-আব্বা আপনে কোন চিন্তা কইরেন না। আমাদের গার্মেন্টের মালিক কইছে সামনের ঈদের এক সপ্তাহ আগে আমাদের বেতন বোনাস একসাথে দিয়া দিবে। তখন আপনেরে গ্রামের বাড়ি পাঠাব। পাওনাদারদের কিছু কিছু টাকা তুমি দিয়া দিবা। আর কইয়া আসবা যে আমার মেয়েরা এখন গার্মেন্টে চাকরি করে। তারা বেতন বোনাস পাইলে সামনের ঈদে সমস্ত টাকাই পরিশোধ কইরা দিমু। তাছাড়া আমরা টাকা জমাইয়া আমাদের দাদার কালের ভিটে মাটিও ছাড়াইয়া লইমু। মেয়েদের কথা শুনে নিজের অক্ষমতার কথা চিন্তা করে ভাবতে থাকে করম আলী। মেয়েরা রোজগার করে ফিরাইয়া আনবে তাদের পৈতৃক ভিটা। কিন্তু কিভাবে! ওরা যে বড় হয়েছে। ওদের কি সাদি দিতে হইবে না। তাছাড়া ওরা কি ঠিক মতো বেতন বোনাস পাইবে! প্রতি বছরইতো বেতন বোনাসের দাবীদে রাস্তায় নামতে হয় হাজার হাজার গার্মেন্টস শ্রমিকদের। ন্যায্য পাওনা তো পায়ই না উপরন্ত পুলিশ আর মাস্তানদের কিল ঘুষি আর লাঠিপেটা খাইয়া জান যাইবার জোগার হয়।
বস্তিঘরে শুয়ে শুয়ে ভাবতে থাকে করম আলী। রাত গভীর হয়। চিন্তাক্লিষ্ট চোখে ঘুম আসে না। আয়েশা হাত রাখে তার বুকের ওপর। বুকের কাঁচাপাকা চুলগুলিকে মুঠো করে আলতো টান দেয়। মায়াবী কন্ঠে বলে-কি এমন ভাবছ মেহেরজানের বাপ! এবারও গ্রামের বাড়ি যাইতে পারবা না বইল্লা মন খারাপ করছ? আয়েশার কোন কথার উত্তর দেয় না করম আলী। নিজের শূন্য বুকটার সাথে আয়েশার পালক নরম বুক দুটিকে মিশিয়ে ঝাঁপটে ধরে ওকে। যৌনতার বশে নয় আশ্রয় খোঁজার জন্য। ফিসফিস করে বলে আয়েশা-তুমি কি লজ্জা শরমের মাথা খাইছ নাকি। একঘরে সুমত্ত মেয়েরা। ছাড়ো আমায়। নিস্ক্রিয় হয়ে যায় করম আলী। কতদিন হল আয়েশার ফুলবনে প্রবেশ করে না করম আলী। করতে গেলেই অভাবের কাঁটায় খোঁচা খেয়ে নিরস্ত হয়ে যায়। মাথায় এসে ভীর করে আসন্ন ঈদে বাড়ি ফেরার চিন্তা। বাড়ি ফিরতে পারে না সে। মেহেরজান ও রূপচাঁন বেতন বোনাসের দাবীতে আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশের লাঠিপেটা খেয়ে খুপড়িতে ফিরে আসে। মালিক পক্ষ নাকি তাদের চাকরি নট করে দিয়েছে।
মেয়ে দুটির মাথায় হাত রাখে করম আলী। গত এক মাস ধরেই একটা ঘুষ ঘুষে জ্বরে ভূগছিল সে। কে জানে বস্তির এডিস মশা কামড়িছে কি না! ডেঙ্গু জ্বর হলে তো আর উপায়ই নাই। কেমন যেন ঝাঁপসা হয়ে আসে তার চোখ দুটি। বলে-মারে আমি তোদের একটা কথা কই মন দিয়া হুইন্না রাখ। সত্যিই বাড়ি ফেরার জন্য আমার মন সব সময়ই আনচান করে। সেখানে যে আমার প্রাণ-সুখের স্মৃতিময় শৈশব, দূরন্ত কৈশোর, তিতাস নদীর ¯্রােতধারার মত জীবন। এই নিরস ঢাকা শহরে জীবন নাইরে মা। আমি যদি গ্রামে যাইতে পারতাম! আর আমার বাপ দাদার ভিটাটারে ফেরত লইতে পারতাম! তই আমি তোদের নিয়া এই বস্তি নামের নরকে পইড়া থাকমান না। আর তরারেও গার্মেন্টের চাকরিতে পাঠাইতাম না। যে কাজে সম্মান নাই, মেয়েদের ইজ্জতের নিরাপত্তা নাই, হেই কাজে আমার মেয়েরারে আমি দিতাম না। গ্রামে গিয়া ভালা ছেলে দেইখা আমি তররা সাদি দিতাম। কিন্তু গ্রামে যাইবার আমার উপায় নাই। পাওনাদারদের ভয়ে সেখানে আমি যাইতে পারি না। এ কথাতো তরা ভাল করেই বুঝস। নিজের মেয়েদের কাছে অক্ষমতার কথা বলতে বলতে তার দুটি চোখের কোণে জমে আসে দু‘ফোটা জল। কিছুটা থেমে আবার বলতে থাকে-তই আমি একটা কথা কইয়া রাখি। আমি যদি মইরা যাই-আমরে কিন্তু তরা এই ঢাকা শহরে দাফন করিস না। কিভাবে করবি? আজিমপুর কবরস্থানে দাফন করতেওতো টাকা লাগে। যে টাকা দিয়া তরা আজমপুর জাগা কিনবি সেই টাকা দিয়া আমারে আমার গ্রামে নিয়া যাবি। নিশ্চয় আমার লাশের কাছে পাওনাদাররা আর টাকা চায়তে পারবে না। বলে ঝাঁপসা চোখ দুটি বন্ধ করতেই যেন করম আলী দেখতে পায় দূরে গূধুলির ম্লান আলোর ভিতর মিলিয়ে যাচ্ছে বেলা শেষে বাড়ি ফেরা একটি পথহারা পাখি। একটু পরে বস্তি ঘরের ভেতর থেকে শোনা গেল কান্নার কোরাস। আয়েশা ও তার মেয়েরা কোয়ান তুলে কাঁদছে।
লেখক সম্পর্কে

-
লেখক পরিচিতি-
আমির হোসেন ১৯৭৩ সালে ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গৌরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. সুরুজ মিয়া ও মাতার নাম গুলবরের নেছা। তিনি ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্সসহ এম এস সি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০৩ সালে বি এড ও ২০১৫ সালে এল এল বি ডিগ্রী অর্জন করেন।
প্রকাশিত গ্রন্থ- নিমন্ত্রিত তমসা (কবিতা), ঝরাফুলের সুরভি (উপন্যাস), দার্শনিক কবি মাশরেকীর জীবন ও সাধনা (গবেষণা), ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস (গবেষণা), জলময়ূরীর পেখম (গল্প), জলের গহীনে নীল জোছনা (কবিতা), মালালার আর্তনাদ (উপন্যাস), তোমার হরিণমায়া চোখ (গল্প), চালাক কুমির ও বোকা শেয়াল (শিশুতোষ গল্প), সিঁদুরের দেয়াল (উপন্যাস), রমেশ ঋষির সংসার (গল্প), ক্লান্তিহীন এক অভিযাত্রী মোকতাদির চৌধুরী (গবেষণা), ছোটদের বঙ্গবন্ধু (গবেষণা), সুখ নগরের সারথি (কবিতা), বাঁশির সুরে পরীর নাচ (শিশুতোষ) ও তিতাস পাড়ের গল্প (গবেষণা), মুক্তিযুদ্ধের গল্প (গল্প), মায়াবী মদিরাক্ষী ( কবিতা), বঙ্গবন্ধু ও তাঁর পরিবার (গবেষণা), বৃহন্নলা (উপন্যাস) ও হিরালী ও অন্যান্য গল্প (গল্প) ।
সম্পদনা- স্বদেশ, মিডিয়া ওয়ার্ল্ড, চিনাইরবার্তা ডটকম ও শোকাঞ্জলি।
তিনি ২০০৮ সালে দৈনিক যুগান্তর পত্রিকার (স্বজন সমাবেশ) বর্ষ সেরা লেখক সম্মাননা, ২০১৩ সালে তিতাস আবৃত্তি সংঠন সম্মননা পদক, ব্রাহ্মণবাড়িয়া, ২০১৪ সালে জননী সাহিত্য পদক, রাজশাহী, ২০১৪ সালে ইদ্রিস খান স্মৃতি সম্মননা পদক, ব্রাহ্মণবাড়িয়া, ২০১৪ সালে কবি এম. আমজাদ আলী স্মৃতি পদক, রাজশাহী, ২০১৫ সালে ‘মেঠোপথ’ সাহিত্য পদক কিশোরগঞ্জ, ২০১৮ সালে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পুরস্কার ও ২০১৯ সালে সুমিতা সাহিত্যপত্র সম্মাননা, আগরতলা, ত্রিপুরা, ভারত লাভ করেন। তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
সর্বশেষ লেখা
গল্প২০২২.০২.০৯পাগলি – আমির হোসেন
গল্প২০২০.০৯.১১শাকিলার দু’চোখ ঝাপসা হয়ে আসে – আমির হোসেন
গল্প২০২০.০৯.১১উত্তরাধিকার – আমির হোসেন
গল্প২০২০.০৮.২৫অনন্ত অভিমুখে – আমির হোসেন
70 Comments
Addestert
buy priligy without a script Acne rosacea, usually referred to as rosacea, is a common inflammatory skin condition affecting mainly the central face 1
nualuebra
com 20 E2 AD 90 20Where 20To 20Buy 20Viagra 20In 20Shinjuku 20 20Viagra 20Ramipril 20Interaction where to buy viagra in shinjuku White House spokesman Jay Carney, responding to the news inWashington, said Obama had assured Merkel that the United States is not monitoring and will not monitor the communications ofthe chancellor buy finasteride How to use Depo- Provera Vial Contraceptives
NoumTumub
priligy usa I am 25 and have been married since last 4 years
Voseexecy
When combined with an inducible genetic injury system, as we have shown here for the heart, the tedium of resection surgery plus that of histological detection is circumvented cialis and viagra sales
newPreawl
Furthermore, they demonstrated that TMEM16A knockdown reduced the autocrine secretion of EGFR ligands, EGF and TGF О± in breast cancer cells, suggesting that TMEM16A can activate EGFR signaling by increasing autocrine secretion of EGFR ligands 42 cialis without a prescription
Fluibra
In the caudal fin, proximal distal arrays of lateral line organs were seen, consistent with previous descriptions of clones of lateral line cells Fig clomid uses symptoms or serious G
pulleyday
Cornell LppLRpRURaLhl 6 17 2022 buy cialis 5mg daily use In some embodiments, X is C R X, where R X is fluoro
corinisse
Hysteroscopy is a procedure performed by a gynecologist to inspect inside of the uterine cavity using a thin tube with a light and camera attached to it dapoxetine for premature cialis prednisone and kratom If you look at a pretty basic economic living standard, that s about what one person has to make just to support themselves, Kirsch says
pulleyday
We looked down and saw blood and a cab 15 feet over the curb kamagra efectos colaterales No, do not go, you guys go play
Fluibra
viagra omeprazole vs esomeprazole vs pantoprazole The virus usually causes a mild form of illness, which can include fever, headache, body aches, swollen lymph glands or a rash, the state health department says buy priligy online safe Rumsfeld admired the thoughtfulness furosemide 40 mg iv push does intercourse help lower blood pressure non perscription blood pressure meds of the divine envoy very much, he agreed, and then left
Fluibra
buy cialis online 20mg 3 The incidence of PMB decreases with increasing time after menopause, 2 while the risk of an underlying malignancy increases with increasing age
pulleyday
Proteins were incubated on ice and vortexed every 10 min for 30 min safe place to buy cialis online
Acquith
Treating high blood pressure in pregnancy viagra actress
Acquith
AAS are typically used in phases referred to as cycles on cycles referring to specific periods when the users administer AAS and off cycles referring to an AAS free phase intended to prevent tolerance towards AAS, lessen the possibility of side effects, and allow recovery of natural hormonal functioning stromectol 3mg
corinisse
Scald burn injuries can be caused by liquids, grease, or steam cialis buy
Sheanty
Monitor Closely 1 eslicarbazepine acetate will decrease the level or effect of estradiol by affecting hepatic intestinal enzyme CYP3A4 metabolism stromectol online buy How to use Trial Antacid Tablet, Chewable
Voseexecy
In this context, the main value of doing a diagnostic LP in the rare patient with symptomatic neurologic disease is to exclude other causes of the picture of aseptic meningitis doxycycline monohydrate side effect In gut GVHD, steroid and CI are usually started with IV due to a concern for appropriate absorption of oral medications
finkelf
cheap cialis generic online Tamoxifen Ebewe Uses
corinisse
What to eat, master, I am not picky eaters how to buy priligy in usa reviews We observe a genetic correlation of 0
Addestert
levitra zyrtec kruidvat Both managers were former Mets favorites, too buy cialis online without prescription
occurse
While newer research has been illuminating, much remains to be learned about the specific immune system effects of cancer treatments buy cialis 20mg I have just started taking Vitex, and I have found it to be incredibly strong for me
finkelf
generic name for cialis 2016; 22 933 9
occurse
priligy cvs For example, it is well known from PET scans that aggressive tumors with poor prognosis are almost always glucose energy metabolism active tumors 203, 204
Sheanty
It should be observed that chronically infected dogs can be serologically negative and negative on blood culture, although B buy cialis generic online
Addestert
It adds, In the United States, 1 in 7 women will develop breast cancer in her lifetime cialis for daily use many years ago, when the first emperor of Daqi was fiercely fighting, the Daying frontier army was actually southflaortho
optorry
move it up to 10mg everyother day propecia vs rogaine
argurge
Raloxifene was found to be associated with a lower risk of thromboembolic disease, uterine cancer, benign uterine hyperplasia, and cataracts kamagra costo
cruignins
cialis without a prescription t agree with the argument that Lyft and SideCar are just taking Гў
optorry
foundation community profile sarms21457085 Combined with food, these are the three things you need to take care of if you want to see your Testosterone- levels soar, pct for ostarine only cycle reddit priligy It should be appreciated that this listing of hydrophobic therapeutic agents and their therapeutic classes is merely illustrative
waywops
52 The targeted Itga8 CreER T2 ESC clones were confirmed by long and accurate PCR genotyping using external primers to identify the 1 cialis online
bambu4d
This was beautiful Admin. Thank you for your reflections.
unficiede
maprotiline antidepressants and liothyronine sodium tablets may increase the therapeutic and toxic effects of both drugs, possibly due to increased receptor sensitivity to catecholamines discreet cialis meds Aqueous cyclotron produced 18 F fluoride was absorbed onto QMA anionic resin cartridge from ABX and then released with a solution of K 2 CO 3 1
bandar togel hadiah 4d 10 juta terpercaya
Awesome! Its genuinely remarkable post, I have got much clear idea regarding from this post.
exhiste
Acne can be confidence crushing and painful best generic cialis But the potential side effects are plenty the most serious is that tamoxifen can double or triple the risk of developing a life threatening blood clot, and the drug doubles the risk of cancer of the lining of the womb
togel macau
I like the efforts you have put in this, regards for all the great content.
hack slot
There is definately a lot to find out about this subject. I like all the points you made
rtp harmonibet
I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav
bambu 4d
Cool that really helps, thank you.
rtp live
Hi there to all, for the reason that I am genuinely keen of reading this website’s post to be updated on a regular basis. It carries pleasant stuff.
slot gacor 4d
I think the content you share is interesting, but for me there is still something missing, because the things discussed above are not important to talk about today.
apk bambu4d
This is my first time pay a quick visit at here and i am really happy to read everthing at one place
rtp slot
Cool that really helps, thank you.
unficiede
Survival differences for first and recurrent strokes are typically manifest within 1 to 3 months after stroke and then widen in absolute terms as patients are followed over time cialis professional I have lost a lot I mean alot of weight of weight
Defeacisa
buy cialis on line 6pc in 2014, with plenty of downside risks, especially in Europe
Defeacisa
Among them, 84 cialis order online Prolonged BMBT or PFA 100 closure times are useful screening assays but are not specific for platelet dysfunction
bambuslot
I do not even understand how I ended up here, but I assumed this publish used to be great
agen live slot gacor
I am truly thankful to the owner of this web site who has shared this fantastic piece of writing at at this place.
waywops
buy cialis viagra Morvan, HГґpital de Pontoise, Pontoise, France n 14; H
aplikasi rtp slot
For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.
angka keluar taipei
I do not even understand how I ended up here, but I assumed this publish used to be great
live draw sdy
Nice post. I learn something totally new and challenging on websites
rtp booster apk
Cool that really helps, thank you.
data sgp
There is definately a lot to find out about this subject. I like all the points you made
slot demo
I truly appreciate your technique of writing a blog. I added it to my bookmark site list and will
foeday
generic viagra online for sale sildenafil troche cheap viagra
bambu4d
Awesome! Its genuinely remarkable post, I have got much clear idea regarding from this post.
demo slot pg soft
For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.
demo slot habanero
For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.
slot demo
This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!
data pengeluran hk
For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.
wixoxicy
generic viagra online viagra dosages instant natural viagra
slot demo
I like the efforts you have put in this, regards for all the great content.
bambubet
I like the efforts you have put in this, regards for all the great content.
slot dana
There is definately a lot to find out about this subject. I like all the points you made
akun demo slot
This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!
data sgp
This was beautiful Admin. Thank you for your reflections.
slot gacor hari ini
That’s good, but I still don’t understand the purpose of this page posting, no or what and where do they get material like this.
Bambu4d
I am truly thankful to the owner of this web site who has shared this fantastic piece of writing at at this place.
Teardele
cialis online cialis vs. viagra recreational use how much does cialis cost per pill
syair sgp omiframe
Pretty! This has been a really wonderful post. Many thanks for providing these details.