জীবনের পথে
সমীর কুমার ভৌমিক
প্রতিদিন কত অণুজীব
মারা যায় পদভারে,
কে হিসাব লেখে তার
জীবন খাতার ‘পরে?
ঈশ্বরের অভিপ্রায় বলে
যায় তো সবাই চলে,
চিৎকার চেঁচামেচি হয় শুধু
নিকট স্বজন হারা হলে!
মানুষই ঈশ্বর সাজে
কত অণুজীব মারে,
নিজের স্বার্থ পূরণে
অবিরাম যূপকাষ্ঠের ‘পরে !
তারও পর কেউ কেউ
স্বজাতির প্রাণ নেয় কেড়ে,
অপরাধ কখনো কি তারে
তাড়া করে ফেরে?
অদ্ভুত মানুষের দল
খাড়া করে স্বার্থের জাঁতাকল,
ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে
দেখায় সে নীতি আর বল !
এভাবেই চলে মানুষের ধারা
আর সভ্যতার রথ,
এর-ই আর এক নাম নাকি
জীবনের পথ !
936 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি সমীর কুমার ভৌমিক । জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রীষ্টাব্দে(ভারতবর্ষের) হাওড়া জেলার কামিনা গ্রামে। পিতা-দিবাকর ভৌমিক,মাতা-অমিয়া ভৌমিক।
কবির পেশা শিক্ষকতা। শিক্ষায় এম.এ. (বাংলা)। "জনপদ" (ত্রৈমাসিক) পত্রিকার নিয়মিত লেখক।
এছাড়াও কবির কবিতা যেসব সংকলন গ্রন্থে স্থান পেয়েছে “কাব্যতরী” প্রকাশনায় কবির কলম "কিশলয় "(কামিনা), "প্রথমা" (মেদিনীপুর), "ছবি ওছড়া" এবং "শতকবি হাজার কবিতা" (উলুবেড়িয়া মহকুমা সংস্কৃতি পরিষদ),"কবিতার স্বরলিপি"(সম্পাদনা সুমনা সেনগুপ্ত), "বর্ণতারা" (সম্পাদনা রজনী মাখাল)
কবি স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সাহিত্যগোষ্ঠীর কাছ থেকে ১০০টিরও বেশি "সম্মাননা" পত্র পেয়েছেন।