জীবনের পাতা থেকে ৫
সমীর কুমার ভৌমিক
বড়ো বেশি হিসেবি মানুষেও হিসেব রাখে না আর
চারিদিকে ক্রমশই জমিতেছে শবের পাহাড় !
জীবিকার প্রয়োজনেই জীবন তুচ্ছ হয়েছে আবার
এ কঠিন সংগ্রামে রাজি আছে কে অভুক্ত থাকার ?
ক্ষুধার তাড়নায় তুচ্ছ হয়ে যায় সব মৃত্যুভয়
ঘরে বসে থাকা জীবনেও আছে ওই জীবন সংশয়!
তাই অসহায় জীবন লড়াই করে প্রাণ করে পণ
গভীরতর সংকটও আর সংকট নয় এখন !
আত্মজ পরিবার পরিজন তাদের ভরণপোষণ
দায়ভার তাদের কে নেবে এখন ?
প্রতিদিন জমিতেছে দেনা,নিত্য যায়না যে আর কেনা
মনে হয় জীবন গতিময় সময়ের স্রোতে এক ফেনা!
মরে যেতে হবে জেনে প্রতিপল মরে যাওয়া চাই !
দিশাহীন জীবনে বিকল্পের সন্ধান আজও জানা নাই ।
বস্তুময় জীবনের চাহিদাই জীবনের ধানাইপানাই
এই সব অস্থির সময় জুড়ে একফোঁটা স্থিরতাও নাই!
691 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি সমীর কুমার ভৌমিক । জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রীষ্টাব্দে(ভারতবর্ষের) হাওড়া জেলার কামিনা গ্রামে। পিতা-দিবাকর ভৌমিক,মাতা-অমিয়া ভৌমিক।
কবির পেশা শিক্ষকতা। শিক্ষায় এম.এ. (বাংলা)। "জনপদ" (ত্রৈমাসিক) পত্রিকার নিয়মিত লেখক।
এছাড়াও কবির কবিতা যেসব সংকলন গ্রন্থে স্থান পেয়েছে “কাব্যতরী” প্রকাশনায় কবির কলম "কিশলয় "(কামিনা), "প্রথমা" (মেদিনীপুর), "ছবি ওছড়া" এবং "শতকবি হাজার কবিতা" (উলুবেড়িয়া মহকুমা সংস্কৃতি পরিষদ),"কবিতার স্বরলিপি"(সম্পাদনা সুমনা সেনগুপ্ত), "বর্ণতারা" (সম্পাদনা রজনী মাখাল)
কবি স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সাহিত্যগোষ্ঠীর কাছ থেকে ১০০টিরও বেশি "সম্মাননা" পত্র পেয়েছেন।