তোমায় ছেড়ে
– হুমায়ূন কবির
কেমন করে জগৎ জুড়ে
থাকবো তোমায় ছাড়া,
তোমার আদর সোহাগ মা গো
করবে এসে তাড়া।
তুমি ছিলে আমার রাজ্যে
রাণী মহা রাণী,
পুরাণ কোরআন ছিলো আমার
তোমার মুখের বাণী।
তুমি ছিলে দুঃখের মাঝে
সুখের আলোক বাতি,
তোমায় ছাড়া ক্যামনে যাবে
আমার দিবা -রাতি?
তুমি ছিলে মায়ার মূর্তি
স্নেহে ধরার সেরা,
তোমার শিশু হয়ে যদি
হতো আবার ফেরা!
আবার আমি ধন্য হতাম
বুঝতাম জীবন মর্ম,
তোমার সেবা করতাম আমি
সারা দিবস কর্ম।
925 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

সর্বশেষ লেখা
কবিতা২০২২.০২.২৬বই মেলা ২০২২ – হুমায়ুন কবির
কবিতা২০২২.০২.২৬একুশ তুমি – কায়সার উদ্দিন জালাল
কবিতা২০২২.০২.২৬উড়াল পাখী – আব্দুল অদুদ চৌধুরী
কবিতা২০২২.০২.২৬যতই লাগুক ঢেউ – পরেশ চন্দ্র সরকার