পরের মেয়ে
-সিরাজুম মনিরা শশী
পরের মেয়ের কোনো দোষ থাকতে নেই।
রূপে হবে সরস্বতী
গুনে হতে হবে সম পাহাড়
এদের কোনো ত্রুটি থাকতে নেই।
পরের মেয়ের গায়ের রক্ত গরম থাকতে নেই।
গাধার মত খাটবে
যা বলি তাই শুনবে
প্রতিবাদ করতে নেই।
পরের মেয়েকে কাঁদতে নেই।
বেহায়া মত থাকবে
মন চাইলে চলে যাবে
তাদের রাগ অভিমানের পাত্তা দিতে নেই।
পরের মেয়েকে এত ভালো খেতে নেই।
সবার কথা ভাববে
যদি শেষে থাকে তবে খাবে
বউদের খাবারের এত স্বাদ থাকতে নেই।
পরের মেয়ের বাপের বাড়ি থাকতে নেই।
শশুর বাড়ি মধুর হাড়ি
বাপের বাড়ির সাথে আড়ি
কারনে অকারনে সেথায় যেতে নেই।
পরের মেয়ের ইচ্ছে স্বাধীন থাকতে নেই।
বন্দিশালায় কর্ম করো
এখানেই বাঁচ এখানেই মর
সংসার ছেড়ে কোথাও যেতে নেই।
পরের মেয়ের বিলাসিতা করতে নেই।
পছন্দের মূল্য নেই
কোন চাহিদার গ্রাহ্য নেই
মেনে নিতে হবে যা আছে তাতেই।
পরের মেয়েকে ভদ্র হতে হয়।
পরের মেয়ে পরই থাকে
নিজের মেয়ে তো নয়…
কষ্ট পাক মরে যাক
ওরা বিশ্বাসের যোগ্য নয়।
পরের মেয়ে সর্বকালীন বউ ই হয়ে রয়।
লেখক সম্পর্কে

-
কবি সিরাজুম মনিরা শশী জন্মগ্রহণ করেন ১৯৯৪ সালে ৬ই জুলাই ব্রাহ্মণ বাড়িয়া নানা বাড়ি নবী নগরে। পিতা মরহুম মোঃ মোখলেছুর রহমান এবং মাতার নাম সানজিদা জাহান। ছোটবেলা থেকে কবি আবেগ প্রবণ কবি। লেখালাখি করতে ভালোবাসেন। তবে কবি আবেগ প্রবণ হলেও বাস্তবতা নিয়ে লিখতে ভালোবাসেন।
বর্তমান এ তিনি ফিলোসফি নিয়ে মাস্টার্স করছেন এবং স্বামী আশরাফ ও একমাত্র মেয়ে রোজা কে নিয়ে সংসারে ব্যস্ত আছেন আর পাশাপাশি নিজের লেখা পাঠাকের নজরে আনতে লিখে যাচ্ছেন ।