পাত্তা
– তাহমিনা তানি
হয়তো তুমি খুঁজবে সেদিন
হারিয়ে গেছি বুঝবে যেদিন,
কষ্ট নদী, কষ্ট পাথর
করবে ক্ষত বাহির ভিতর।
নাছোড়বান্দা স্মৃতির পাতায়
খুবটি করে খুঁজবে আমায়,
নিঝুম রাতে স্বপ্ন মাঝে
আসবো ছুটে তারার বেশে,
আকাশ পানে চেয়ে সেদিন
আমায় তুমি খুঁজবে।
অঝোর ধারার বৃষ্টি যখন
ভাসিয়ে নেবে তোমার শহর,
একঘেয়ে সব সুখের ভীড়ে
কাটবে তোমার রাত্রি প্রহর,
আনমনা সেই সময়টাতে
আমায় তুমি খুঁজবে।
তোমার মনের ভেতর ঘরে
যদি নিঃসঙ্গতা নিবাস গড়ে,
চেনা পথও যায় হারিয়ে
হাজার প্রাণের ভীড়ে,
অজানা সেই পথের দিশায়
আমায় তুমি খুঁজবে।
নির্জন কোন দুপুর বেলায়
অলস ঘুমে পরশ বুলায়,
আমার ছোঁয়া আমার মায়ায়
জড়াবো তোমায় নিবিড় কায়ায়,
আধ বুজা সেই ঘুম নয়নে
আমায় তুমি খুঁজবে।
রৌদ্রমাখা তপ্ত হাওয়ায়
আকুল পরান জলের নেশায়
যখন মরিচীকার পেছন ছুটায়,
হৃদয় উঠোন মরুর মাঝে
তৃষ্ণার্ত চাতক হয়ে
আমায় তুমি খুঁজবে।
পাঁজর ভাঙা কষ্ট নদী
ভাটির টানে হারায় যদি,
প্রবঞ্চনার প্রবল স্রোতে
তীর ভাঙা সেই ঢেউয়ের মাঝে,
নির্ভরতার পাল উড়িয়ে
আমায় তুমি খুঁজবে।
১৮-০৯-২০২০
লেখক সম্পর্কে

সর্বশেষ লেখা
কবিতা২০২২.০২.২৬বই মেলা ২০২২ – হুমায়ুন কবির
কবিতা২০২২.০২.২৬একুশ তুমি – কায়সার উদ্দিন জালাল
কবিতা২০২২.০২.২৬উড়াল পাখী – আব্দুল অদুদ চৌধুরী
কবিতা২০২২.০২.২৬যতই লাগুক ঢেউ – পরেশ চন্দ্র সরকার