প্রতিদান
এস. আর. নন্দিনী
আমরা প্রভুর স্বাধীন সৃষ্টি
করি কতই কাজ,
এই যে মোদের বন্দি দশা
ভাবতে বড়ই লাজ।
এই পৃথিবীর সৃষ্টি যত
সবই প্রয়োজন,
এই কথাটি ভুলেই ছিলাম
কর্মে দিয়ে মন।
কর্ম মোদের এইতো মহান
উজার করে বন,
বৃষ্টি বিহীন সজীব ভুবন
আজকে বিষাদ ক্ষণ।
দূষণ শাসন বালাই ছেড়ে
গড়ছি ব্যাস্ত কল,
আকাশ বাতাস হচ্ছে কালো
নামছে বিষের ঢল।
আজকে মোদের এই নিয়তি
বন্দি রুদ্ধ শ্বাস,
বাইরে গেলেই হতে হবে
মরণ গ্রাসে লাশ।
এ প্রতিদান ভাগ্য বলে
করবো কত ছল?
এযে মোদের শাস্তি শুধুই
ধ্বংস যজ্ঞের ফল।
725 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

- কবি সাদিয়া রহমান ১৯৯৯ সালে ১৫-ই জুলাই, ব্রাহ্মণবাড়িয়া জেলা, আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে তার মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামে। তার পিতা পেশায় একজন শিক্ষক এবং মাতা গৃহিনী। ছয় ভাই বোনদের মধ্যে তিনিই সবার বড়। তিনি এস. আর. নন্দিনী ছদ্মনামেও লিখালিখি করেন। উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে বিবিএ শ্রেণীতে পড়াশুনারত।
সর্বশেষ লেখা
জীবনমুখী কবিতা২০২০.০৮.০২প্রতিদান – এস. আর. নন্দিনী