বাংলা মায়ের আর্তনাদ
– সিরাজুম মনিরা শশী
মাগো তুমি কষ্ট পেওনা,
ওরা তোমার মুখের বুলি কে
বিকৃত করে অশ্লীলতায় মিলিয়ে
একাকার করেছে বলে।
মাগো তুমি কেঁদো না,
ওরা তোমার মাটি কে সম্মান করে না বলে,
চারিদিকে আবর্জনার স্তুপ করে
দুর্গন্ধের রাজ্য গড়েছে বলে।
মাগো তুমি ভেঙে পড়ো না
এত অন্যায়, অত্যাচার,
দুর্নীতির কালো ছায়া
পাপের সমাচার করেছে বলে।
মাগো তুমি ক্ষোভ করছো?
ওরা তোমার মেয়েদের ধরে
ধর্ষণ করছে বলে?
মেরে ফেলছে বলে ?
মাগো তুমি কেমনে সহ্য কর,
এত ব্যভিচার?
তোমার শহীদ মিনারে
ওরা জুতা পায়ে উঠে ছবি তোলে,
তোমার আঙ্গিনায় থুথু ফেলে,
আবার বলে,
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
কেমনে পারে?
অবাক লাগে! এসব দেখে।
মাগো তোমার,
লাল সবুজের পতাকা আজো আছে,
শুধু স্বাধীনতা হারিয়ে গেছে।
1,103 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি সিরাজুম মনিরা শশী জন্মগ্রহণ করেন ১৯৯৪ সালে ৬ই জুলাই ব্রাহ্মণ বাড়িয়া নানা বাড়ি নবী নগরে। পিতা মরহুম মোঃ মোখলেছুর রহমান এবং মাতার নাম সানজিদা জাহান। ছোটবেলা থেকে কবি আবেগ প্রবণ কবি। লেখালাখি করতে ভালোবাসেন। তবে কবি আবেগ প্রবণ হলেও বাস্তবতা নিয়ে লিখতে ভালোবাসেন।
বর্তমান এ তিনি ফিলোসফি নিয়ে মাস্টার্স করছেন এবং স্বামী আশরাফ ও একমাত্র মেয়ে রোজা কে নিয়ে সংসারে ব্যস্ত আছেন আর পাশাপাশি নিজের লেখা পাঠাকের নজরে আনতে লিখে যাচ্ছেন ।