শিরোনাম : বিশ্বগ্রাম
কলমে : একে আরিফ মাহমুদ
পৃথিবী এক বিশ্বগ্রাম
প্রযুক্তির সেরা মান,
ধারণা দিলেন ইংরেজ সাহিত্যিক
মার্শাল ম্যাকলুহান।
বিশ্বটা আজ পরিণত
গ্রামের বসবাস,
স্বল্প সময়ে পাই যে খোঁজ
অনলাইনে আজ।
সংখ্যা চাপলেই হয় যে কথা
প্রিয় জনের সাথে,
দেখা করা হয় না দরকার
যদি ফোন থাকে।
গ্রামের মতোই পাই সুবিধা
দূরে বাস করে,
হয় না হাটা ক্লান্তির পথ
দির্ঘ সময় ধরে।
এভাবেই আমরা পাই সুবিধা
গ্রামের মতোই সব,
বিশ্বটা আজ হাতের মুঠোই
হয় যে অনুভব।
556 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি সুমন সাহা ১৯৮৮ সালের ১৫ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরে জন্ম গ্রহণ করেন। পিতা মাখন লাল সাহা ও মাতা শেফালী রানী সাহা‘র কনিষ্ট পুত্র কবির শৈশবেই কবিতার প্রতি প্রবল ঝোক পরিলক্ষিত হয়। সম্প্রতি কবির প্রকাশিত প্রথম যৌথ কাব্যগ্রন্থ ”মেঘের ভেলা”। ২০২০ সালোর অমর গ্রন্থমেলায় তিনি সম্পাদনা করেন যৌথ কাব্যগ্রন্থ “কাব্যতরী”। কবি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা, জনপ্রিয় অনলাইন প্রোর্টাল ও বিভিন্ন ফেইসবুক গ্রুপে নিয়মিত লিখালিখি করেন।
উল্লেখ্য যে তিনি ২০০৮ সাল হতে “কবির কলম” নামে ’একটি কবি ও কবিতা বিষয়ক সংগঠন’ -এর প্রতিষ্ঠা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি স্বপ্ন দেখেন কবিতাকে লালনের মাধ্যমে পৃথিবিকে আলোকিত করার।
সর্বশেষ লেখা
হাইকু কবিতা২০২১.০৬.২২হাইকু কবিতা রূপসী – তাপস কুমার বর
ছড়া২০২১.০৬.২২বিশ্বগ্রাম – একে আরিফ মাহমুদ
প্রকৃতির কবিতা২০২০.০৮.১৮শিশির- আশিক বিল্লাহ
বিরহের কবিতা২০২০.০৭.৩১রূপা-১৭৩ : রুদ্র মোহাম্মদ ইদ্রিস
2 Comments
Fluibra
Should be a fun but exhausting weekend is viagra good for the brain
Fluibra
Researchers studied the age at which each of these women started menopause and also took into account any possibly associated risk factors tamoxifen and covid vaccine The initial approach is ABC management followed by treatment of underlying diseases and restoration of the distorted physiology