মিলিয়ে নিন
– সুমন সাহা
আসুন না, আবার আমরা পশু হয়!
আশ্রয় খুঁজি কোন আদিম গুহায়,
রক্তক্ষয়ী যুদ্ধে ছিঁড়ে খাই
বিবেকের মাথা।
ক্ষতি কি পশু হলে?
মনুষ্যত্ববর্জিত ভিন গ্রহের মানুষ!
না না, এর চেয়ে স্বজাত্য পশু ভাল।
আনন্দের বার্তায় চলুন না নিরানন্দ ঘটায়,
মূর্তির মাথা ভাঙায় প্রচুর পুরুষত্ব,
তাই না?
চলুন বীর্যের পরিচয় দেই।
ধর্মের দোহায় দিয়ে চেটে খাই
টগবগে ভাইয়ের খুন!
কতটুকু নিচে নামলে আকাশটাকে
অন্তরীক্ষ মনে হবে,
তার হিসাব মেলায়।
মানুষ হবার আগেই ধার্মিক বনে যায়।
কাক মরলে কাকের সভা হয়,
কা কা শোক যাত্রায় তাঁরা সম্মোহিত হয়।
মানুষের অপমানে মানবতা সংকিত নয়।
ধর্মান্ধকতার কাছে আজ অসহায়ভাবে-
স্বপ্নের পরাজয়,
মানবতার পরাজয়,
সভ্যতার পরাজয়,
ধর্মের পরাজয়।
কি হবেন ভিনগ্রহী অতিথি?
মিলিয়ে নিন।
766 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি সুমন সাহা ১৯৮৮ সালের ১৫ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরে জন্ম গ্রহণ করেন। পিতা মাখন লাল সাহা ও মাতা শেফালী রানী সাহা‘র কনিষ্ট পুত্র কবির শৈশবেই কবিতার প্রতি প্রবল ঝোক পরিলক্ষিত হয়। সম্প্রতি কবির প্রকাশিত প্রথম যৌথ কাব্যগ্রন্থ ”মেঘের ভেলা”। ২০২০ সালোর অমর গ্রন্থমেলায় তিনি সম্পাদনা করেন যৌথ কাব্যগ্রন্থ “কাব্যতরী”। কবি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা, জনপ্রিয় অনলাইন প্রোর্টাল ও বিভিন্ন ফেইসবুক গ্রুপে নিয়মিত লিখালিখি করেন।
উল্লেখ্য যে তিনি ২০০৮ সাল হতে “কবির কলম” নামে ’একটি কবি ও কবিতা বিষয়ক সংগঠন’ -এর প্রতিষ্ঠা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি স্বপ্ন দেখেন কবিতাকে লালনের মাধ্যমে পৃথিবিকে আলোকিত করার।
সর্বশেষ লেখা
হাইকু কবিতা২০২১.০৬.২২হাইকু কবিতা রূপসী – তাপস কুমার বর
ছড়া২০২১.০৬.২২বিশ্বগ্রাম – একে আরিফ মাহমুদ
প্রকৃতির কবিতা২০২০.০৮.১৮শিশির- আশিক বিল্লাহ
বিরহের কবিতা২০২০.০৭.৩১রূপা-১৭৩ : রুদ্র মোহাম্মদ ইদ্রিস