রূপা-১৭৩
রুদ্র মোহাম্মদ ইদ্রিস
ট্রেন আসার আগে
ইচ্ছে করে ছুটে যাই
রেলস্টেশন
যেখান থেকে উঁকি দেয় লঞ্চ স্টিমার কিংবা জাহাজের মাস্তুল
নিয়ম করে বাস আসে যে জায়গাটায়
ইচ্ছে করে
ভীষণ ইচ্ছে করে ছুটে যাই সেখানে
যদি কখনো পথ ভুলে
অনিচ্ছায় কিংবা মনের টানে চলে আসো তুমি!
আমি টের পাই
তোমার আসার বয়েস হয়েছে
ইচ্ছের পিঁপড়েগুলো হামাগুঁড়ি দেয়
রক্তের শিরায় শিরায় জেগে ওঠে নিত্য স্বপ্ন নতুন চর
বানের জলের মতো বেড়ে ওঠে স্বপ্নছায়া
তুমি তোমার সমস্ত মিথ্যেগুলো সত্যি হয়ে কামড়ে ধরে হৃদপিণ্ড
শেষ ক্লাসের ঘন্টা বাজার আগে অন্তত একবার এসো
তাতে না হয় হাই হ্যালোটা বিনিময় হবে!
চোখজুড়ে প্রবাহিত হবে
অকসিজেন।
৩০ জুলাই ২০২০
ব্রাহ্মণবাড়িয়া।
685 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি সুমন সাহা ১৯৮৮ সালের ১৫ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরে জন্ম গ্রহণ করেন। পিতা মাখন লাল সাহা ও মাতা শেফালী রানী সাহা‘র কনিষ্ট পুত্র কবির শৈশবেই কবিতার প্রতি প্রবল ঝোক পরিলক্ষিত হয়। সম্প্রতি কবির প্রকাশিত প্রথম যৌথ কাব্যগ্রন্থ ”মেঘের ভেলা”। ২০২০ সালোর অমর গ্রন্থমেলায় তিনি সম্পাদনা করেন যৌথ কাব্যগ্রন্থ “কাব্যতরী”। কবি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা, জনপ্রিয় অনলাইন প্রোর্টাল ও বিভিন্ন ফেইসবুক গ্রুপে নিয়মিত লিখালিখি করেন।
উল্লেখ্য যে তিনি ২০০৮ সাল হতে “কবির কলম” নামে ’একটি কবি ও কবিতা বিষয়ক সংগঠন’ -এর প্রতিষ্ঠা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি স্বপ্ন দেখেন কবিতাকে লালনের মাধ্যমে পৃথিবিকে আলোকিত করার।
সর্বশেষ লেখা
হাইকু কবিতা২০২১.০৬.২২হাইকু কবিতা রূপসী – তাপস কুমার বর
ছড়া২০২১.০৬.২২বিশ্বগ্রাম – একে আরিফ মাহমুদ
প্রকৃতির কবিতা২০২০.০৮.১৮শিশির- আশিক বিল্লাহ
বিরহের কবিতা২০২০.০৭.৩১রূপা-১৭৩ : রুদ্র মোহাম্মদ ইদ্রিস