শাকিলার দু’চোখ ঝাপসা হয়ে আসে
– আমির হোসেন
আস্সালামু আলাইকুম।
স্যার আমি মগবাজার শাহিনুর স্কুলের প্রধান শিক্ষক।
আপনি শাহিনুর স্কুলের প্রধান শিক্ষক তো কি হয়েছে? আমাকে কি আপনার কাছে এখন পড়ালেখা করতে হবে-একথা বলে তির্যক দৃষ্টিতে প্রধান শিক্ষক শওকত আলীর দিকে একবার তাঁকালেন এ ডি সি রেভিন্যু তবারক উল্লাহ। তাকিয়ে পূর্বের ন্যায় নিবিষ্ট মনে মোবাইল ফোনের বাটন টিপতে থাকলেন। স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন শওকত আলী। কমপক্ষে দু’ ঘন্টা বাইরের বারান্দায় অপেক্ষা করেছেন তিনি। টি, কিউ, আই. সেপ প্রদত্ত কালো ব্যাগটি হাতে নিয়ে এতটা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে এমনিতেই তার পা দু’টি ধরে আসছিল। তবারক উল্লাহ এর ডোর কিপারকে ইতোমধ্যেই তিন চার বার বিনীত কন্ঠে তিনি বলেছেন- স্যারের মিটিং ক’টা নাগাদ শেষ হতে পারে তুমি কিছু বলতে পার?
খ্যাক খ্যাক করে উঠে ডোর কিপার আব্দুল আওয়াল-বললাম তো আপনি অপেক্ষা করুন। এত কম ধৈর্যের মানুষ তো আগে কখনো দেখিনি। আব্দুল আওয়াল এর ব্যবহারে ভেতরে ভেতরে ক্ষুদ্ধ হন শওকত আলী। কিন্তু তা সংবরন করে নেন। বিগলিত গলায় বলেন-তুমি একটু ভেতরে যাও। স্যারকে আমার সালাম দিয়ে বলো যে মগবাজার শাহিনুর স্কুলের প্রধান শিক্ষক সাহেব আপনার সাথে সাক্ষাত করতে এসেছেন।
ভারি তিরিক্ষি মানুষ তো আপনি। ভেতরে ধানমন্ডি ধানা বি এন পি এর সভাপতি সাহেব আছেন। স্যার তার সাথে কথা বলছেন। এখন স্যারকে আপনার কথা বলা যাবে না। আপনার মতো নাছোড়বান্দা মানুষ আমি আগে কখনো দেখিনি।
শোনেন- আপনি যদি অপেক্ষা করতে না পারেন তবে আজ চলে যান। আগামীকাল আসবেন।
-আগামীকাল তো আমার স্কুল আছে।
-আপনার স্কুল আছে তো আমি কি করব? আমি কি আপনার স্কুলের ঘন্টা পেটাব গিয়ে।
-তুমি এভাবে কথা বলছ কেন? বলল শওকত আলী ।
এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলব?
আপনি কি আমার শ্বশুর মশাই হোন যে আপনার সাথে আমাকে আদ্দবে গদ গদ হয়ে কথা বলতে হবে। রসিয়ে রসিয়ে গল্প করার জায়গা এটা না।
শওকত আলীর মেজাজটা এতটাই খারাপ হয়েছে যে তার ইচ্ছে হচ্ছে দু’গা চর বসিয়ে দেয় বাদরটার গালে। কিন্তু তিনি তা করলেন না। সাত পাঁচ অনেক ভেবে তিনি সামালে নিলেন। মনে মনে নিজকে সান্তনা দিলেন এই ভেবে যে যদি সুযোগ হয় তাহলে এ ডি সি স্যারের কাছে এ বাদরটার ব্যবহার সম্পর্কে নালিশ জানাবেন। নিশ্চয় স্যার এর উচিত বিচার করবেন। তাই বাদরটার সাথে আর কোন কথা না বাড়িয়ে শুধু বললেন-তাহলে ওয়েটিং রুমে গিয়ে একটু বসি। সভাপতি সাহেব বের হলেই আমি স্যারের সাথে সাক্ষাত করব।
ওখানে আপনি কিভাবে বসবেন? ওয়েটিং রুমে এখন কোন বসার জায়গা নেই। ওখানে নেতার লোকজনই ঠাসাঠাসি করে বসে আছেন। আপনি বারান্দাতেই কিছুক্ষণ অপেক্ষা করুন। অথবা অন্য কোন কাজ থাকলে সেরে আসুন। শওকত আলী আর কোন রা করলেন না। পরম ধৈর্যের সাথে বারান্দায় পায়চারি করতে থাকলেন।
এতটা ধৈর্য ও অপেক্ষার পর এ ডি সি সাহেবের কক্ষে প্রবেশ করলেন। ভেবেছিলেন এ ডি সি সাহেব তাকে বসতে বলবেন। তখন তার প্রয়োজনীয় কাজের কথা বলার পর আব্দুল আওয়ালের দুর্ব্যবহারের কথাটুকু বলবেন। কিন্তু এখন একেবারে চুপসে গেছেন তিনি। কি বলবেন এ ডি সি সাহেবকে? তার যে এখন বাকরুদ্ধ অবস্থা। মনে মনে ভাবলেন-হারামজাদা এ ডি সি, বেত্তমিজের বাচ্চা। তোর ব্যবহার দেখছি তোর ডোর কিপার থেকেও নিম্নমানের। তোদের কি আল্লাপাক একই জায়গার মাটি দিয়ে বানিয়েছেন কি না কে জানে। তুকে আমার কাছে পড়ালেখা করতে কে বলেছে? আমি কি তোদের মতো বাদরের বাচ্চাদের পড়াই না কি?
আমার ছাত্ররা কি তোদের মতো এমন ইতর?
তোদের মতো ইতর ছাত্রদের পড়ানোর জন্য কি শিক্ষকতার মতো মহান পেশাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছি?
তোদের মতো নিম্নমানের ব্যবহার করতে হবে বলে পুলিশের সাব ইনসপেক্টর হলাম না। পোশাক শিল্পে এ জি এম, জি এম হওয়া কি আমার পক্ষে কঠিন কাজ ছিল না কি? এ সবে গেলাম না শুধু শালা বানচুদ আর হানকি-চুদমারানি শব্দগুলি মুখে আনতে হবে বলে।
এলাম শিক্ষতার মতো মহান পেশায়। মহান পেশার মহান মানুষের সাথে এ কি ব্যবহার তোদের!
প্রধান শিক্ষক সাহেব!
জ্বি স্যার! এ ডি সি সাহেবের ডাকে সম্বিত ফিরে পায় শওকত আলী। আপন ভাবনার জাল ছিড়ে মনোযোগি হোন তার দিকে।
আপনি যেন কি বলতে চাচ্ছিলেন? মোবাইলের বাটন টিপতে টিপতেই বললেন এ ডি সি রেভিন্যু সাহেব। কথা সংক্ষেপ করবেন-আমার আবার ডি সি স্যারের সাথে মিটিং আছে। আপনাদেরকে তো সুযোগ দিলে লেকচার দেয়া শুরু করে দেন। আপনারা শিক্ষকদের এ হলো এক দোষ। কথা বলার সুযোগ পেলে আপনারা সকলকেই ছাত্র ভাবতে শুরু করেন। তাই সতর্ক করে দিলাম।
কথা বলবেন। তবে খুবই সংক্ষেপে।
জ্বি স্যার।
বলুন।
স্যার আমি মগবাজার শাহিনুর স্কুলের প্রধান শিক্ষক। আমার নাম মোঃ শওকত আলী।
এ কথা একবার বলেছেন।
আপনি উক্ত স্কুলের সভাপতি।
হুঁম।
আপনার সাথে প্রতিষ্ঠানটির কার্যকরি কমিটির একটি মিটিং জরুরী। আপনি দয়া করে যদি একদিন একটু সময় দেন।
থামুন !
থামুন! প্রধান শিক্ষক সাহেব। আমি আগেই বলেছিলাম।
আপনাদের সুযোগ দিলে আপনারা লেকচার দেয়া শুরু করে দেন। আপনি কি মনে করেন আমরা এ অফিসে বসে বসে কেবল পান তামাক খেয়ে খেয়ে সময় কাটাই। আমি ও সব মিটিং ফিটিং করতে পারব না। আপনি যে ভাবে খুশি সে ভাবে আপনার কাজ করুন গিয়ে। বলে আবার টেবিলে রাখা ল্যান্ড ফোনের ডায়াল ঘোরাতে লাগলেন তিনি। শওকত আলী আর কোন রা করলেন না। বের হয়ে যেতে গিয়েও ইত:স্থ দাঁড়িয়ে রইলেন কয়েক মিনিট। আবার মনে মনে ভাবলেন-বেয়াদ্দবের বাচ্চা তুই বসে বসে তামাক বিড়ি খাস না তো কি তোর বাপ-দাদার কল্লা চিবাস। একটু আগে যে তুই ধানমন্ডি থানা বি এন পি এর সভাপতির সাথে গাল গল্প করলি ও সভাপতি কি তোর বাপ না দাদা লাগে।
প্রধান শিক্ষক সাহেব।
জ্বি স্যার।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? বললাম তো আমি কোন মিটিং ফিটিং করতে পারব না।
জ্বি স্যার।
এমন সময় এ কক্ষে প্রবেশ করলেন এম কে আসাদ চৌধুরী।
আরে! আরে! এডভোকেট সাহেব যে।
বসুন! বসুন! কি মনে করে। কোন ফোন টোন না করে সরাসরি পদধূলি!
আপনার বার লাইব্রেরীর নির্বাচনের খবর কি বলুন? কোন দিন তারিখ কি ঠিক ঠাক হয়েছে? দলের পক্ষে গত নির্বাচনে যে বেলকিবাজিটা না আপনি দেখালেন। আপনার ভাই কোন তুলনাই হয় না।
এবার বলুন আপনার কি সেবা আমি করতে পারি? কি খাবেন? ঝাল না মিষ্টি?
এডভোকেট এম কে আসাদ দেখলেন প্রায় বাইর উন্মুখ দঁড়িয়ে আছেন তার বাল্যকালের বন্ধু শওকত আলী।
আরে শওকত যে! এখানে কি মনে করে?
শওকত আলী অনেক্ষণ ধরেই তো বেশ অপ্রস্তুত হয়ে আছেন-বললেন, স্যারের কাছে একটু কাজ ছিল। এ ডি সি সাহেব আসাদকে উদ্দেশ্য করে বললেন-আপনি এই প্রধান শিক্ষককে চেনেন না-কি?
হে চিনি মানে! শওকত আলী তো আমার বয়হুড ফ্রেন্ড। স্কুল এবং কলেজ জীবনে সে ব্রিলিয়ন্ট ছাত্র ছিল। এস এস সি এবং এইচ এস সি দু’টি পরীক্ষাতেই স্টার মার্ক পেয়েছিল। একুশতম বি সি এস পরীক্ষায় সে রিটেন পর্যন্ত উতরে গিয়েছিলো। ভাইভাতে পরে কি জানি আর হলো না। এরপর ওকে আমরা অনেক বুঝিয়েছি যে তুই চাইলেই তো পুলিশের সাব ইনপেক্টর এর একটা চাকরি বাগিয়ে নিতে পারিস। না হয় দু-তিন লক্ষ টাকা খরচ হবে। জীবনে যা কিছু কামাবি তা দিয়ে তোর ছেলে মেয়ের জীবন পর্যন্ত কাটিয়ে দিতে পারবি। না দ্স্তু আমার কোন কথাই শুনল না। ওর সাফ জবাব। আমি ও সব ঘুষ টুষ এর মধ্যে নেই। এলো শিক্ষকতা পেশায়। এ পেশা কিন্তু মন্দ না। দুস্ত আমার প্রতিদিন অসংখ্য সালাম পায়। আমরা কিন্তু তা পাই না। আমরা পাই টাকা। আর দুস্ত পায় সালাম। কতগুলি সালাম বিক্রি করলে যে একটি এক টাকার কয়েন পাওয়া যায় তা আমার দ্স্তুই ভালো বলতে পারবে।
এরপর আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না শওকত আলী।
হন হন করে কক্ষ থেকে বের হয়ে গেলেন। এরপর সিঁড়ি বেয়ে নিচে নেমে সোঁজা এসে বসলেন তার নিজ অফিস কক্ষে। বসে আগ পিছ আর কোন কিছু ভাবলেন না। প্যাডের বান্ডেল থেকে একটি প্যাড ছিড়ে একটানে লিখে ফেললেন রিজাইন লেটারটি। এরপর তা ধরিয়ে দিলেন বিদ্যালয় কার্যকরি কমিটির এক সদস্যের হাতে।
বাসায় এসে শাকিলাকে বুঝতেই দিলেন না যে তিনি রিজাইন দিয়ে এসেছেন। শাকিলাও দু’একদিন কোন রুপ প্রশ্নবানে জর্জরিত করলো না। কারণ শওকতের সাথে তার দাম্পত্য জীবন দেড় যুগের। দীর্ঘ এ সময় ধরেই শওকতকে এমন বিষন্নই দেখে এসেছে শাকিলা।
শওকত শুধু সেদিন বলেছেন আমাদের মগবাজারের বাসাটি ছেড়ে দিতে হবে শাকিলা। আমরা নয়াটোলার দিকে আর একটু ছোট খাট একটা বাসা খোঁজে নেব। বাড়িওয়ালারা যে ভাবে ভাড়া বাড়ানো শুরু করে দিয়েছেন তাতে আমাদের ভাড়া দিয়ে থাকাই কষ্ট হবে। শাকিলা কোন কথা বলল না। শুধু বলল- তুমি যা ভালো মনে করো। তবে একটা জিনিস একবার ভেবে দেখো-তোমার তিনটা ছেলে মেয়েই কিন্তু এখন বড় হচ্ছে। ওদের পড়াশোনা এবং থাকার বিষয়টিকেও কিন্তু তোমার ভাবতে হবে।
নোয়াটোলার নতুন বাসায় উঠেও এক প্রকার ভালই কাটছিল তিনটি সন্তান আসমা, নাসিমা ও রুহানকে নিয়ে শওকত-শাকিলার সংসার। প্রধান শিক্ষকের চাকরিতে রিজেন দেয়ার পর সহজেই পেয়ে গিয়েছিল সাব এডিটরের চাকরিটি। ইউনিভার্সিটিতে পড়াকালিনই কিছু কিছু লেখালেখির অব্যাস ছিল তার। বিভিন্ন পত্র পত্রিকায় প্রবন্ধ নিবন্ধ লেখত। সে সুবাধেই দৈনিক জনতা অফিসের চাকরিটা। কিন্তু তাতে চলছিল না তাদের সংসার। দৈনিক জনতার অবস্থা ভালো যাচ্ছিল না। স্টাফদের বেতন বাতা ঠিক মতো দিতে পারছিল না মালিক। গত মাসেই পত্রিকার মালিক সাফ সাফ জানিয়ে দিয়েছেন আপনারা যার যার কর্ম দেখুন। আমি মনে হয় পত্রিকাটি আর প্রকাশ করতে পারব না। এ কথা শুনে চোখে শর্ষে ফুল দেখছেন শওকত আলী। পত্রিকা বন্ধ হয়ে গেলে তৎক্ষণাৎ আর একটি চাকরি মেলানো কষ্ট হবে তার।
নোয়াটোলার ৪৪৪ নম্বর বাড়ির সামনে কলিং বিল টিপে দাঁড়িয়ে আছেন শওকত আলী। বড় মেয়ে আসমা দরজা খুলে দিল। ভারাক্রান্ত মনে ভারি পা টেনে ভেতরে ঢুকলেন। ক্লান্ত দেহটাকে নিয়ে গিয়ে বসলেন ড্রয়ং রুমের গদি ছিড়ে যাওয়া পুরানো সোফায়।
আজও কি জনতা অফিসে গিয়েছিলে? দেশে কি চাকরির অভাব আছে, অন্য অফিসে চেষ্টা কর না কেন?
চেষ্টা যে করছি না তা তো নয়। করছি তো, মিলছে কই? সব তো তুমি জান শাকিলা।
আমার জানলে তো হবে না। বাড়িওয়ালার বাড়ি ভাড়া ঠিক মতো দিতে না পারলে আজে বাজে কথা তো শুনতে হবেই।
গতকাল বাড়িওয়ালা বলেছেন ঠিক মতো ভাড়া দিতে না পারলে থাকেন কেন?
আশপাশের ভাড়াটিয়ারা দরজা খুলে দাঁড়িয়েছিল। শাকিলার পিছনে দাঁড়ানো ছিল তার দু’টি মেয়ে আসমা ও নাসিমা। বাড়িওয়ালার কথায় শাকিলা লজ্জায় ভেতরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। শওকত মুখের ওপর বলে দেয়-হ্যাঁ, ছেড়ে দেব। মাগনা তো থাকি না। ভাড়া দিয়ে থাকি।
আগামী মাসেই ছাড়বেন। ঠিক মতো ভাড়া দিতে পারে না আবার বড় গলা!
লোকটা চামার নাকি!
শওকতের ইচ্ছে হয় লোকটার গালে পরপর কয়েকটি চড় বাসিয়ে দিতে। আরে ব্যাটা ভাড়া দিতে না পারলে গত চার বছর থাকছি কিভাবে?
আমি কি তোর মেয়ের জামাই? কথাগুলি মনে মনে বলে শওকত। মুখ ফুটে বললে পরিস্থিতি পাল্টে যাওয়ার সমুহ সম্ভাবনা আছে।
শওকতের ভাবনার মাঝে বাড়িওয়ালা আবদুল আজিজ এসে সামনে দাঁড়ায়- আপনারা বাসা নেবেন?
হ্যাঁ- মাথা নাড়ায় শওকত।
কথা বলতে বলতে গেট খুলতে থাকে আবদুল আজিজ। রুহান এসে দাঁড়ায় খোলা গেটের সামনে।
আপনাদের ছেলে বুঝি? আবদুল আজিজ আলতো আদর করে রুহানের চিবুক ধরে।
হ্যাঁ, জবাব দেয় শাকিলা।
ফ্যামিলি মেম্বার আপনারা এই তিনজন?
আরও দু‘টি জমজ মেয়ে আছে-রুহানের হাত ধরে শওকত।
ফ্যামিলি মেম্বার সামান্য বেশি। তবে অন্যান্য বাড়িওয়ালাদের মতো আমি এসব হিসেব করি না। আপনার ছেলে মেয়েরা আমার নাতি নাতনির মতো। ছেলেমেয়ে হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর দান।
ভাড়া তো হবে নিচতলা?
হ্যাঁ। নিচতলা মানুষ ভাড়া নিতে চায় না। কিন্তু আমার বাড়িটা খোলামেলা, প্রচুর আলোবাতাস আসে। দক্ষিণ দিক ছাড়া সব দিক খোলা, এখন যারা আছে তারা প্রায় আট বছর ধরে আছে। ভদ্রলোক ঢাকার বাইরে ট্রান্সফার হওয়ায় বাধ্য হয়ে বাসা ছাড়ছে। খোলামেলা বড় বড় তিনটি রুম। দেয়ালে প্রচুর আঁকবুঁকি। বুঝা যাচ্ছে বাসার ক্ষুদে শিল্পীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখার চেষ্টা করেছে। শওকত আর আবদুল আজিজ ড্রয়ং রুমে বসে। শাকিলা ভেতরে ঢুকে। পিছনে চঞ্চল রুহান। শওকত সোফায় বসে বাইরে তাকায়-সামনের বাড়িটায় একতলা টিনশেড কয়েকটি ঘর। প্রচুর গাছপালা। সুপারি, কলাগাছ,আম-জাম গাছ সমৃদ্ধ বাড়িটার দিকে তাঁকিয়ে চোখে সবুজ রংয়ের ঢেউ উঠে। ঢাকা শহরের বুকে কোনো বাড়ির ড্রয়িংরুমে বসে একই সঙ্গে এতগুলি গাছ দেখতে পাওয়া পরম সৌভাগ্য।
আপনি চাকরি না ব্যবসা করেন?
আবদুল আজিজের প্রশ্নে শওকত আপন ভাবনা থেকে ফিরে আসে বাস্তবে- জ্বি, চাকরি করছি।
আমি চাকরিজীবী ভাড়াটে পছন্দ করি বলেন আবদুল আজিজ। চাকরিজীবীরা মাস শেষে বেতন পেলেই ভাড়া দিয়ে দেয়। ব্যবসায়ীরা অনেক সময় টাকা-পয়সা দিতে ঝামেলা করে।
আমার একটু ঝামেলা আছে-কুন্ঠিত কন্ঠে বলে শওকত।
কি রকম?
আমি বেসরকারি অফিসে চাকরি করি। বেতন পেতে মাসের দশ তারিখ হয়ে যায়।
দশ তারিখ? সেটা কোন ব্যাপারই না। ভাড়া আমার দশ তারিখের মধ্যে দিলেই চলবে। আরে বাবা আমি তো ভাড়ার টাকায় চালি না, এই বয়সেও নিয়মিত অফিস করি।
আপনি চাকরি করেন?
না, আমার ছোট একটা অফিস আছে। ভেতর থেকে আসে রুহান, দাঁড়ায় শওকতের শরীর ঘেষে।
কি নাম আপনার?
রুহান। চটপট উত্তর দেয় রুহান।
খুব সুন্দর নাম আপনার।
আবদুল আজিজ হাসিমুখে এবং খুব আন্তরিকভাবে কথা বলছেন।
আপনি কি স্কুলে যান?
যাই না। আগামী বছর যাব।
আবদুল আজিজ আর রুহান এর কথার মাঝে ভেতর থেকে আসে শাকিলা।
শাকিলার মুখের দিকে তাকায় শওকত। বোঝার চেষ্টা করে তার মনোভাব।
কি গো মা, বাসা আপনার পছন্দ হয়েছে?
জি পছন্দ হয়েছে। তবে আমাদের উঠার আগে রং করিয়ে দেবেন।
মা জননী, প্রত্যেক ভাড়াটে এলে আমি আমার থেকেই রঙ করিয়ে দেই।
নতুন ভাড়াটে এলেই রং করিয়ে দেন?
দেব না কেন? ভাড়াটেরা তো আমার লক্ষèী। যে আমার বাসায় থাকবে তার সুখ শান্তি দেখাও আমার কাজ। আমি কেবল মাসের ভাড়া নেওয়ার মধ্যে দায়িত্ব শেষ করতে পারি না। আপনারা আগামী মাসে উঠছেন তো?
হ্যাঁ, উঠছি।
পরের মাসেই আবদুল আজিজের বাসায় এসে আস্তানা গাড়ে শওকত-শাকিলা দম্পতি। আবদুল আজিজ তার কথানুসারে রং করিয়ে দিয়েছেন। রুহানকে নিজের নাতির মতো আদর করেন। বিকেলে ওর সাথে খেলা করেন। তিনি একদিন নিজে থেকে ছোট একটা ব্যাট এবং বল কিনে নিয়ে বাসায় ফিরেছেন। বিকেলে রুহানকে ডেকে বললেন, রুহান উঠানে চলে আস। তোমার জন্য দেখ কি সুন্দর ব্যাট বল এনেছি। আজ হতে তুমি আর আমি ক্রিকেট খেলব।
আপনি এত টাকা খরচ করে এসব আনতে গেলেন কেন চাচা?
কত টাকা নিয়েছে। ওর বাবা আসলে আমি দাম দিয়ে দেব।
কেন আপনি দাম দিতে যাবেন? আমি রুহানের জন্য সখ করে ব্যাট বল এনেছি। আমি কি ওর জন্য এসব আনতে পারি না? ওর দাদা বা নানা এই ঢাকা শহরে থাকলে কি এসব কিনে দিতেন না?।
আসমা-নাসিমাকেও সমভাবে আদর করেন আবদুল আজিজ। বিভিন্ন সময় চকলেট চুইংগাম কিনে দেন। শাকিলা মানা করলে বলেন- কেন আপনি বাধা দেন মা জননী। আমি কি কেবল আপনার বাচ্চাদের এসব কিনে দেই। আমি তো এ বাসার ছোট ছোট সব ছেলে মেয়েদেরই দিই।
কেন দিই জানেন?
বাচ্চারা নিস্পাপ। ওরা ফেরেস্তা। ওদের মুখের হাসি কি সুন্দর। ওদের মুখের সুন্দর হাসি দেখতে আমার খুব ভালো লাগে।
আর কথা বলেন নি বুঝতে পেরেছেন এ মানুষটি অন্যসব মানুষ থেকে সম্পূর্ণ আলাদা।
এ বাসায় আসার পাঁচ-ছয় মাস মাসের মধ্যে বেতন নিয়ে কোন সমস্যায় পড়তে হয়নি শওকতের । মাস শেষে ভাড়া দিতেও কোন অসুবিধে হয়নি তার। অফিস থেকে সময় মতো বেতন পেলে সময় মতো ভাড়া দিতে অসুবিধা হওয়ার কথা নয়। অনেকদিন পর শাকিলার মনে স্বস্থি ফিরে আসে। সে আব্দুল আজিজকে একজন ভালো বাড়িওয়ালা বলে মনে মনে শ্রদ্ধা করতে শুরু করে। দু’ একবার আকারে ইঙ্গিতে শওকতকে এসব বলতে গেলে তিনি বলেছেন হতে পারে। তবে জেনে রেখ বাড়িওয়ালা বাড়িওয়ালাই। তারা ভাড়াটের ভাড়া নিয়ে বাজার সদায় কিনে খায়। আরাম আয়েশে জীবন যাপন করে। তুমি কি ভেবেছ ঢাকা শহরে একটা পাঁচ তলা বাড়ি সৎ পথে উপার্জিত টাকায় তৈরি করেছে? তোমার চাচা আবদুল আজিজ কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন তা কি তুমি জান? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি অফিসের বড় কেরানি ছিলেন এবং তুমি কি করে জানবে কত মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে এ সুরম্য অট্টালিকা তিনি তৈরি করেছেন?
ঠিক আছে, তোমার কথাই ঠিক। বাড়িওয়ালা একজন অসৎ মানুষ। অসৎ পথে অর্জিত টাকা দিয়ে তিনি এ বাড়ি বানিয়েছে। তুমি যদি এ সুযোগ পাও তাহলে কি করবে?
পলকহীন চোখে অনেক্ষণ তাকিয়ে থেকে নিজের সাথে হেরে যায় শওকত আলী। দু-এক বছর আগেও যদি কেউ তাকে এ প্রশ্ন করত তাহলে অকপটে বলতেন কখনো না। আমি এসব হারামের ধার ধারতাম না। কিন্তু এখন তিনি আর আগের স্থানে নিজকে স্থির রাখতে পারছেন না। সুযোগ পেলে তিনি-ও একজন আবদুল আজিজ হতেন, এখন আর এর বাইরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রচন্ড রাগ করতে গিয়ে হেসে ফেলেন শওকত -কি আর করতাম? সবাই যা করে আমিও তা করতাম। ছকে বাধা পরিস্থিতির বাইরে গিয়ে অন্যরকম জীবন যাপন কি আমার দ্বারা হতো?
তোমাকে অনেক ধন্যবাদ শওকত।
ধন্যবাদ দিচ্ছ কেন?
সত্য বলার সৎ সাহসের জন্য, শাকিলা হাসে।
হাসে শওকতও।
কিন্তু তার মুখের হাসি দীর্ঘস্থায়ী হয় না। দৈনিক জনতা অফিস থেকে জানিয়ে দিয়েছে-যে মালিক হয়ত পত্রিকাটি আর প্রকাশ করবেন না। আবার অন্য একটি চাকরি কখন কিভাবে খোঁজে পাবেন শওকত। চাকরি না পেলে সংসার চলবে কেমন করে। ভাবনার অতল তলে ডুবতে থাকেন তিনি। টের পায় শাকিলাও। বাড়ি ভাড়ার বিষয়ে কথা বললে কেমন যেন চুপসে যায় শওকত। প্রতিত্তোরে কোন কিছুই বলে না। কোন কিছু জিজ্ঞেস করলে নীরব থাকা এক ধরণের পীড়ন। শওকত যথাসম্ভব বাড়িওয়ালাকে এড়িয়ে চলেন। এমন কি শাকিলাকেও এড়িয়ে চলার চেষ্টা করেন। নিজের সঙ্গে নিজে লুকোচুরি খেলছেন। বেচারা শওকতের অবস্থা বুঝলেও শাকিলার কি করার আছে?
বাসায় বাজারটা পর্যন্ত ঠিক মতো হচ্ছে না। রুহান মাছ ছাড়া খেতে পারে না। মাছ তো ভালো, বাসায় চালটা ঠিক মতো আসছে না। শওকত সকালে নাস্তা না করে বাইরে চলে যান। আর বাসায় ফিরেন রাত গভীর করে একরাশ হতাশা নিয়ে।
তার মুখেরে দিকে যেমন তাকাতে পারে না তেমনি এই অসহ্য দমবন্ধ সংসার যাপনও মেনে নিতে পারে না শাকিলা।
-তুমি আমাকে কি করতে বল?
-আমি কিচ্ছু করতে বলি না। শুধু বলি বাচ্চা ছেলেটার যেন না খেয়ে থাকতে না হয়। আর বাড়িওয়ালার ভাড়াটার একটা ব্যবস্থা করো।
-আমি কি আমার ছেলে মেয়েদের কষ্ট, তোমার কষ্ট অনুভব করি না?
-এই সব শুকনো কথাই কি চলে। এ নরক থেকে আমাকে উদ্ধার করো। নইলে, যে দিকে দু’চোখ যায় চলে যাব। শাকিলা ড্রয়ং রুম ছেড়ে ভেতরে চলে যায়। শওকত দাঁতে দাঁত চেপে বসে থাকে। বুঝতে পারে চার মাস হতে চলল ভাড়া বাকি। বাড়িওয়ালা ইতোমধ্যে সম্পূর্ণ ভাড়া পরিশোধ করে বাড়ি ছেড়ে দিতে বেশ ক’বার নোটিশ দিয়েছেন। এখন আর তিনি শাকিলার ছেলে মেয়েদের সাথে আগের মতো ব্যবহার করছেন না।
বাড়ি ভাড়া দিতে পারুক বা না পারুক মুখে তো খাবার দিতে হবে। সে খাবারের মান যত নিম্ন মানেরই হোক। কাল শওকতের এক বন্ধু বলেছেন-তাদের কোম্পানিতে একটা কাজের সুযোগ আছে। আগামী মাসেই সেখানে জয়েন করবে শওকত। প্রথম প্রথম একটু কষ্ট হবে।
হাসে শওকত আলী-কত কষ্ট হবে? সে যে কোন কষ্টের জন্যই প্রস্তুত আছে। তার ছেলে মেয়েদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আহা সংসারের এ টানপোড়েনের জন্য ছোট ছেলেটিকেও একটু আদর করা হয় না। বিক্ষিপ্ত সব ভাবনার জালে নিজকে আবৃত্ত করতে করতে সোফায় পড়ে ঘুমিয়ে পড়ে শওকত। সকালে উঠে নাস্তা না করে বেরিয়ে পড়ে। যেন বাড়িওয়ালার সামনে পরতে হবে বলেই তার এ পালিয়ে বেড়ানো। সকালে শাকিলা রুহানকে শাক দিয়ে ভাত খাওয়াচ্ছিল। দরজায় কড়া নাড়ার প্রবল শব্দে চমকে ওঠে। কে এভাবে নাড়াচ্ছে কড়া? বাড়িওয়ালার এত দিনের অপেক্ষার পালা বুঝি শেষ? শাকিলা ভয়ে ঠোঁট চাটে, মুখটা শুকনো বাঁশ পাতার মতো খসখসে। শরীর কাঁপছে। কড়া নাড়ার শব্দ ক্রমাগত বাড়ছে। দ্রুত রুহানকে কোলে নিয়ে দরজা খুলে। দরজার ওপাশে বাড়িওয়ালার ছেলে আকরাম। সাথে পুলিশের একজন তরুন এ. এস. আই। সহকারি দারোগা সাহেব শাকিলাকে জিজ্ঞেস করেন-আপনার হাজবেন্ড কি বাসায় আছেন?
শাকিলা শুকনো মুখে না সূচক জবাব দেয়।
এভাবে পালিয়ে সে কতদিন থাকবে? আপনাদের বাড়ি ছাড়ার জন্য অনেক বার নোটিশ দেয়ার পরও বাড়ি ছাড়ছেন না কেন?
এদিকে বাড়িওয়ালা আপনাদের কাছে প্রায় পাঁচ মাসের ভাড়া পাওনা রয়েছে। হাতে রাখা ক্লিপ ফাইল হতে একটা নোটিশ শাকিলার হাতে দিল। তিন দিনের মধ্যে সমস্ত পানাদানা পরিশোধ করে বাড়ি খালি করে দেবেন। আপনি আপনার স্বামীর সাথে শীঘ্রই যোগাযোগ করুন। নইলে কিন্তু আমরা আপনার স্বামীর হতে হাতকড়া পড়াতে বাধ্য হবো। শাকিলার পেছনে এসে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিল তার দু’ মেয়ে আসমা ও নাসিমা। বাড়িয়াওয়ালার ছেলে আকরাম ও পুলিশের এ. এস. আই সাহেব চলে গেলে শাকিলা এসে লুটিয়ে পড়ে সোফার ওপর। তার ভেতর থেকে বাষ্পের মতো বেড়িয়ে আসে বোবা কান্না। এরপর কোন রকমে মাথা তুলে বসে সোফার উপর। জানালা দিয়ে বাইরে তাঁকায়। সামনে টিন সেট একটি বাড়ি, কয়েকটি কলা গাছ, দু’টি আম গাছ, গাছের মাথা ছুঁয়ে নীল আকাশ। শওকত একদিন বলেছিল-ঢাকা শহরে একসাথে এতগুলি গাছ। তার ওপর আকাশের নীলিমা দেখা সত্যিই সৌভাগ্যের বিষয়। শাকিলা দূরে নীলিমার দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে তার দু’চোখ ঝাঁপসা হয়ে আসে। টের পায় তার চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে দু’টি অশ্রুরেখা।
লেখক সম্পর্কে

-
লেখক পরিচিতি-
আমির হোসেন ১৯৭৩ সালে ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গৌরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. সুরুজ মিয়া ও মাতার নাম গুলবরের নেছা। তিনি ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্সসহ এম এস সি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০৩ সালে বি এড ও ২০১৫ সালে এল এল বি ডিগ্রী অর্জন করেন।
প্রকাশিত গ্রন্থ- নিমন্ত্রিত তমসা (কবিতা), ঝরাফুলের সুরভি (উপন্যাস), দার্শনিক কবি মাশরেকীর জীবন ও সাধনা (গবেষণা), ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস (গবেষণা), জলময়ূরীর পেখম (গল্প), জলের গহীনে নীল জোছনা (কবিতা), মালালার আর্তনাদ (উপন্যাস), তোমার হরিণমায়া চোখ (গল্প), চালাক কুমির ও বোকা শেয়াল (শিশুতোষ গল্প), সিঁদুরের দেয়াল (উপন্যাস), রমেশ ঋষির সংসার (গল্প), ক্লান্তিহীন এক অভিযাত্রী মোকতাদির চৌধুরী (গবেষণা), ছোটদের বঙ্গবন্ধু (গবেষণা), সুখ নগরের সারথি (কবিতা), বাঁশির সুরে পরীর নাচ (শিশুতোষ) ও তিতাস পাড়ের গল্প (গবেষণা), মুক্তিযুদ্ধের গল্প (গল্প), মায়াবী মদিরাক্ষী ( কবিতা), বঙ্গবন্ধু ও তাঁর পরিবার (গবেষণা), বৃহন্নলা (উপন্যাস) ও হিরালী ও অন্যান্য গল্প (গল্প) ।
সম্পদনা- স্বদেশ, মিডিয়া ওয়ার্ল্ড, চিনাইরবার্তা ডটকম ও শোকাঞ্জলি।
তিনি ২০০৮ সালে দৈনিক যুগান্তর পত্রিকার (স্বজন সমাবেশ) বর্ষ সেরা লেখক সম্মাননা, ২০১৩ সালে তিতাস আবৃত্তি সংঠন সম্মননা পদক, ব্রাহ্মণবাড়িয়া, ২০১৪ সালে জননী সাহিত্য পদক, রাজশাহী, ২০১৪ সালে ইদ্রিস খান স্মৃতি সম্মননা পদক, ব্রাহ্মণবাড়িয়া, ২০১৪ সালে কবি এম. আমজাদ আলী স্মৃতি পদক, রাজশাহী, ২০১৫ সালে ‘মেঠোপথ’ সাহিত্য পদক কিশোরগঞ্জ, ২০১৮ সালে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পুরস্কার ও ২০১৯ সালে সুমিতা সাহিত্যপত্র সম্মাননা, আগরতলা, ত্রিপুরা, ভারত লাভ করেন। তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
সর্বশেষ লেখা
গল্প২০২২.০২.০৯পাগলি – আমির হোসেন
গল্প২০২০.০৯.১১শাকিলার দু’চোখ ঝাপসা হয়ে আসে – আমির হোসেন
গল্প২০২০.০৯.১১উত্তরাধিকার – আমির হোসেন
গল্প২০২০.০৮.২৫অনন্ত অভিমুখে – আমির হোসেন
95 Comments
Sheanty
It is important to note that antibiotics are not a viable option when a tooth is abscessed how much is viagra at walmart Testosterone, Total and Free Internet
corinisse
what happens if a women takes viagra 12 Pfizer Minocyclin HEXAL Minocyclin beta Minocyclin ratiopharm Minocycline Actavis Minocycline Eurogenerics Minocycline Hydrochloride 2 Sawai Minocycline Hydrochloride Actavis Minocycline Hydrochloride Aurobindo Minocycline Hydrochloride Matrix Minocycline Hydrochloride Par Minocycline Hydrochloride Towa Minocycline Kojar Minocycline Mylan Minocycline Root Minocycline injection Minocycline pellet filled capsules Minocycline ratiopharm Minodene Minoine Minolin 100mg 100 mg 10 Tablet 3
tonoump
4452; Fax 617 purchase tamoxifen citrate online The results are consistent with most studies suggesting no relation between fertility drug use and breast cancer risk overall 11
finkelf
Applied Health Economics 12 2 203 17 buy generic lasix online This was set as distance zero
finkelf
cialis online reviews This data may seem to be incompatible with Riley s results above
Voseexecy
If A Fertilized Egg Does Not Attach To T amazon stromectol And Mo Xin does cbd oil interact with blood pressure medicine turned her head to see Kevin, and her face was already full of smiles
corinisse
Compared to a previous similar study n 45 that administered only MPA, addition of metformin increased the CR rate from 55 to 68 in EC, and from 82 to 94 in AEH, and reduced the recurrence rate from 57 to 15 in EC, and from 38 to 6 in AEH 96, 97 side effects of clomid male Gray black bars indicate down up regulated genes in newborn mice subjected to a LP diet in utero compared with a NP diet
nualuebra
buy ivermectin tablets online Data are cumulative for 0 to 12 h and 0 to 24 h collection periods see Table 1, data in parenthesis
NoumTumub
azithromycin for chlamydia side effects ES Endo cells were incubated with doxycycline 1000 Ојg ml for 5 hours followed by ESTA 1 50 nM for 30 minutes
tonoump
Drug Reaction with Eosinophilia and Systemic Symptoms DRESS has been reported in patients taking NSAIDs such as DICLOFENAC EPOLAMINE TOPICAL SYSTEM 1 anastrozole vs tamoxifen quality of life In order to avoid attracting does blood pressure go down at night attention, Zhao Ling and the others all took their breath away
Voseexecy
Before falling down, the last scene in Masha s eyes was 115 50 blood pressure a hand, This hand was holding a hunter certificate buy cialis online 20mg
Acquith
Let us know of course in the comments best place to buy cialis online Prognostic value of ventricular repolarization prolongation in resistant hypertension a prospective cohort study
Fluibra
buy cialis generic online cheap cialis corega argentina precios In Hong Kong, the city s de facto central bank has awardedthe administration of the interbank lending process to anindustry group headed by its own chief executive and said itwould phase out interbank rates with little demand
Fluibra
finasteride 5mg no prescription cheap 10 Deaths can also occur from the unintentional inhalation of these agents, such as when a fire extinguisher is discharged inside of a battle tank
Voseexecy
best place to buy cialis online Your PCP will choose the amount you need to improve your indications
Acquith
It is very important to identify women with adrenal insufficiency before proceeding with egg donation fertility treatments such as egg donation lasix vs bumex A basal body thermometer reads 0
Acquith
stromectol cost 18 7 Warfarin Moxifloxacin 1
Addestert
3 104ВєF Withhold until fever resolves, then resume at same or lower dose Fever 104ВєF or fever complicated by rigors, hypotension, dehydration, or renal failure Withhold until febrile reactions resolve for 24 hr, then resume at lower dose; or permanently discontinue Applies to both trametinib and dabrafenib best price for generic cialis I lost my best friend of 13 years on May 1st
Fluibra
Affiliation Department of Developmental Biology, Howard Hughes Medical Institute HHMI, Institute for Stem Cell Biology and Regenerative Medicine, School of Medicine, Stanford University, Stanford, California, United States of America order priligy online
tonoump
72 Cerebral atrophy and sulcal widening detected on cerebral imaging have similarly been shown to be associated with prevalent stroke buying zithromax online Cefepime, like most cephalosporins, is widely distributed throughout body tissue and fluids, including pleural fluid, synovial fluid, bones, cerebral spinal fluid, and breast milk
Addestert
buy priligy australia One of the nurses laughed and asked, All the drugs
nualuebra
1 M ammonium thiocyanate respectively female viagra walgreens
Fluibra
cialis cost One whole grapefruit, or a small glass 200 mL, 6
newPreawl
The loxP sites are arranged such that Cre activity will lead to a single inversion event of the flanked DNA purchasing cialis online Lancet 1 296 298
occurse
E Tamoxifen treatment of CreERT2 p53 F and CreERT2 p53 F F mice results in efficient p53 allele excision О” in some, but not all tissues zithromax price
newPreawl
I read articles and books about cancer accutane for rosacea
Sheanty
We did two rounds of that out of pocket, which cost at least 1, 000 a cycle clomid for men side effects Aromatase inhibitors, mostly combined with agonists of gonadotrophin releasing hormone proved effective for the prevention of premature epiphysial closure in boys with pubertas praecox of various etiologies
Addestert
Biochim Biophys Acta 1989; 978 313 8 zithromax zinc 1, 2 Tumor proliferation is reported as the mitotic count component of the Nottingham grade
newPreawl
Acta Otolaryngol 112 1992 965967 Crossref ISI Google Scholar 166 Li HS, Borg E Age related loss auditory sensitivity in two mouse genotypes buy methotrexate
newPreawl
buying cialis generic Table 3 Drug loaded nanocarriers tagged with various mitochondriophilic ligands, inducing different mitochondrial functional irregularities
NoumTumub
I want to be crystal clear there is nothing wrong with paying to have your hair cut canadian pharmacy cialis 20mg I took clomid for 6 months unsuccessfully and with horrible side effects
finkelf
ACE inhibitors are balanced vasodilators, reducing both preload and afterload buy clomid online no prescription uk All that is known is that X of people with withever stage grade you have recurred after X number of years
occurse
Since buying this product I have a fulfilling sex life without pain and discomfort how to buy priligy im 16 years old
Sheanty
buying cialis online Urticaria, anaphylaxis, bronchospasm, laryngospasm and angioedema are all signs of true allergy, while gastrointestinal upset is a sign of an expected adverse effect of orally administered antibiotics
optorry
Nat Genet 40 5 499 507 lasix kaufen
argurge
cialis 5mg best price PMID 35486227 Review
bo togel
I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav
optorry
The cycle before I also got 2 positives around the same timing lasix cheap
argurge
Due to this, you ll be encouraged by Dr is generic cialis available This is probably why I struggle to get pregnant, so I use Clomid but I also take estrogen as well and that gives me lining that is thick enough for implantation
Ket
As noted earlier, this is a crypto casino, meaning that all your wagering will use cryptocurrency (Bitcoin, Ethereum, and Litecoin) instead of fiat currency (like USD, EUR, or CAD). What will our Bitcoin.com reviews uncover? You’ll find plenty of exciting casino games, dozens of ways to fund your account using cryptocurrencies, and some VIP perks. But is Bitcoin.com a scam? Read on to learn about the features of this casino and find out whether it competes with other crypto casinos in the industry and if your money will be safe. Crypto gambling services are no different. a lot of crypto gambling transactions are carried out between peers. Meaning there’s no centralized entity to control or oversee transactions. Crypto gambling sites offer faster payouts, exclusive games, and better bonuses than “traditional casinos” – but not all Bitcoin casinos are created equal.
https://raymonddufn250360.bloggosite.com/19535591/bitcoin-gambling-videos
BetMGM Online Casino Just follow along below as we tell you all about the no deposit bonus codes for November 2022 and some information about each gaming site, while we’ll also tell you how to claim those no deposit bonuses for online casinos. Online gambling sites just like MyBookie offer bonuses for casino players because large financial incentives are a fantastic method of attracting and retaining real money bettors. Think of it this way – if you see a $2,000 deposit match listed somewhere, it sticks with you as you make a final decision. Whether you want to bet on sports, poker, slots or table games online for cash, we have reviewed and gathered together the best real money casinos for you to gamble at. These are solely for slot games, where you can win real money for free. You can claim these either via a welcome bonus after signing up to an online casino, or through a loyalty program.
optorry
cialis buy JACQUELYN CONWAY appreciated the personal attention she got from the staff of a specialty pharmacy program as she worked through problems with her anticancer medications
cruignins
Conclusion CM are an important risk factor of iatrogenic renal failure viagra near me
Renddream
This sensitivity analysis assumes that any event that occurred within one year of stopping endocrine therapy would not be due to early discontinuation of therapy stromectol canada over the counter
argurge
In adult liver, activity was seen in all microvascular HEC, but not in Kupffer cells or stellate cells or any other cell types online generic cialis
bambu4d
This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!
bambu4d
I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav
info slot gacor
naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.
slot gacor
This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!
Renddream
cialis reviews Wasserman W
Renddream
However, in premenopausal patients due to higher plasma estrogen concentrations, the inhibition of tumor ER signaling may likely depend on factors other than endoxifen formation cialis online generic
bambu4d
For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.
cruignins
Diuresis resulted in a significant increase in bladder weight and an associated increase in the contractile state of the bladder body, presumably through an increase in smooth muscle how to take nolvadex for pct Infusion reaction see WARNINGS AND PRECAUTIONS Oligohydramnios or oligohydramnios sequence, including pulmonary hypoplasia, skeletal abnormalities, and neonatal death see WARNINGS AND PRECAUTIONS Glomerulopathy see ADVERSE REACTIONS Immune thrombocytopenia Tumor lysis syndrome TLS Cases of possible TLS have been reported in patients treated with Herceptin
keyroiz
Value Based Prescription Drug Plan VBD garlic natural viagra
bambu4d
Great information shared.. really enjoyed reading this post thank you author for sharing this post .. appreciated
bambutogel
I’m often to blogging and i really appreciate your content. The article has actually peaks my interest. I’m going to bookmark your web site and maintain checking for brand spanking new information.
bambutogel
I just like the helpful information you provide in your articles
Mig
Không gian phòng livestream phát trực tiếp các trò chơi được trang trí với tông màu xanh tối. Tông màu này giúp bạn không bị mỏi mắt khi chơi lâu. Live Football & Soccer Live Scores – XScores Your browser is out of date or some of its features are disabled, it may not display this website or some of its parts correctly. SPSL The service’s fixtures give the opportunity to watch in real time the football scores today. The live is available in text format, allowing to find out: U Cluj – FC Hermannstadt, Live Video Online, de la ora 15:00U Cluj s-a impus în fața lui FC Hermannstadt, scor 1-0, în cadrul etapei cu numărul 13 din Superliga României. Unicul gol al jocului a fost marcat în minutul 83 de Marius Briceag, care a stabilit soarta celor 3 puncte printr-o lovitură de cap imparabilă.
http://veselie-kartinki.ru/user/b2elkgp875
You can also follow firstpost.com to check out the live scores and commentary of the CSK vs GT IPL 2022 match. Tata IPL 2022 final match was played between Gujarat Titans (GT) vs Rajasthan Royals (RR) on 29th May 2022 and Gujarat Titans won the IPL 2022 final match by 7 wickets. Rajasthan Royals (RR) won the toss and elected bat first. RR has scored 130/9 in 20 overs. Yuzvendra Chahal became the highest wicket-taker in Tata IPL 2022. There are total of 74 matches to be played in the upcoming season. These is the match dates for the new season of the Indian Premier League. You can check the IPL Schedule 2023 from the table given below. Chennai endured a very underwhelming campaign in 2022, eventually limping to a ninth-place finish. They began the season with Ravindra Jadeja in charge, only for him to hand over captaincy to MS Dhoni mid-way. Jadeja was then ruled out for the remainder of the season. That, coupled with Deepak Chahar’s unavailability, compounded their woes.
bambu4d
This is my first time pay a quick visit at here and i am really happy to read everthing at one place
rtp bambu4d
I like the efforts you have put in this, regards for all the great content.
eroni
Bally Wulff Online Spielautomaten findet man mittlerweile in vielen Online Casinos. Schon seit einigen Jahren gehören die Slots in den Casinos dazu und erfreuen sich einer großen Beliebtheit. Da fragt man sich vielleicht, warum die Spiele von Bally Wulff eigentlich so beliebt sind. Die kurze Antwort: Hier werden hohe Qualität und Spielspaß miteinander vereint. Die lange Antwort lesen Sie in unserem Artikel. Wir erklären, was Bally Wulff ausmacht und welche Spiele Sie unbedingt ausprobieren sollten. Maßgeschneiderter Bonus Bally Wulff ist seit jeher auf Spielautomaten spezialisiert. Das Angebot an Online Slots umfasst gut 40 Titel. Wer bei diesem Hersteller nach klassischen Tischspielen wie Roulette und Blackjack sucht, geht leer aus. Mit Blick auf das gesamte Spielangebot sind Vollsortimenter wie NetEnt oder Playtech eindeutig besser aufgestellt.
https://stephenvtmc937250.ssnblog.com/17129810/online-poker-echtgeld-paypal
Das Angebot an Online Casinos ist groß, sodass hier leicht die Übersicht verloren gehen kann, welches Casino wirklich gut ist. Der Wettbewerb unter den Online Casinos ist derzeit schon sehr stark. Beinahe wöchentlich kommt ein neuer Anbieter hinzu. Hierbei nun die passende und individuelle Auswahl zu treffen, welches Online Casino den persönlichen Präferenzen entspricht, ist nicht immer einfach. Bei uns finden Sie alle Informationen zu den besten Online Casinos in Österreich. Wir stellen die Vor- und Nachteile der ausgewählten Online Casinos übersichtlich vor. Großes und kleines Spiel Viele Nutzer von Online Casinos in Österreich sind verunsichert, wenn es um die rechtliche Lage und somit die Legalität des Online Glücksspiels geht.
unficiede
Cerchiai N, Mancuso M, Navari E, Giannini N, Casani AP cialis otc Bottom, S pT P motif antibody showed reactivity towards the upper, but not the lower, band of S30A MTHFR on phos tag gel
keluaran hk
naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.
unficiede
We used extended- release metformin because of its increased tolerability and proven efficacy in the treatment of type 2 diabetes buying cialis online forum
unficiede
buying cheap cialis online Monteilh Zoller MK, Hermosura MC, Nadler MJ, Scharenberg AM, Penner R, Fleig A TRPM7 provides an ion channel mechanism for cellular entry of trace metal ions
Defeacisa
Saying that, Karajan stretched out his hand buy azithromycin without prescription
totomacau
I like the efforts you have put in this, regards for all the great content.
bambu4d.com
This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!
waywops
1995; 172 1 Pt1 14 18 online generic cialis
Defeacisa
Following delivery, all of the patients had further staging procedures; eight received additional treatment buy liquid cialis online I m just worried
slot hack 2023
I just like the helpful information you provide in your articles
rtp admin jarwo
I appreciate you sharing this blog post. Thanks Again. Cool.
layarkaca21
Cool that really helps, thank you.
Defeacisa
where can i buy azithromycin Maisonneuve P, Costa A
Bak
CASINO FOR YOU – mobilne kasyno Wij begrijpen dat het belangrijk is dat minderjarigen op een veilige manier gebruik maken van het internet. We beschouwen het ook als onze verantwoordelijkheid om de website kindvriendelijk te maken en inhoud te tonen die bij jouw leeftijdsgroep past. Als je aangeeft dat je nog geen 18 jaar of ouder bent, zal je daarom automatisch geen advertenties te zien krijgen die bedoeld zijn voor een oudere doelgroep. W niedzielę na PokerStars odbędzie się specjalny turniej freeroll dla członków szkoły pokera PokerStrategy. Pula nagród tego darmowego turnieju wyniesie aż $10 000. Udział w nim może wziąć każda osoba, która choć raz dokonała depozytu… Adres: Wieczorka 241-219 Sosnowiec
https://zulu-wiki.win/index.php?title=Ruletka_ze_slabymi_skinami
Gra w karty korzystna również dla osób z niepełnosprawnościami Tanie ksi±¿ki – Twoja ksiꧡrnia internetowa. Korzystamy z plikookies. Video Poker swoją popularność zawdzięcza głównie temu, że w jego wypadku kasyna od samego początku miały znacznie mniejszy wpływ na rozgrywkę. Gdy zestawimy to z faktem, że wygrane potrafią osiągać naprawdę wysokie poziomy to chyba zainteresowanie rozgrywką tego typu nie powinno nikogo dziwić. Karty mają wiele zalet – nie zajmują dużo miejsca, a granie jest świetnym sposobem spędzania czasu. Rozgrywki wciągają, budzą duże emocje i dają ogrom frajdy. Z pewnością zmieszczą się do podręcznego bagażu, gdy wybieramy się w podróż, a nawet do kieszeni, by umilić popołudnie na pikniku. Wiele popularnych gier planszowych posiada wersje karciane – idealne dostosowane do takich sytuacji, by nie być zmuszonym zabierać całego pudełka ze sobą, wyjeżdżając na urlop. Przykładami są: „Ubongo”, czy „Pędzące żółwie”.
waywops
46 for 180 Pills KETOCONAZOLE 2 SHAMPOO 6 buy cialis generic
rtp admin riki
naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.
waywops
And I found out from all the different doctors and nurses, that if you needed a mastectomy, Dr buy cialis online safely
togel online
I just like the helpful information you provide in your articles
orden
O jogo de hoje e o próximo serão no Maracanãzinho, com apoio total da torcida rubro-negra, o que pode pesar a favor do clube carioca que vai em busca de mais uma taça do NBB, onde é o atual e maior vencedor da competição nacional. Os dois disputam a classificação em primeiro lugar para ter a vantagem de enfrentar o segundo colocado. Já o XV de Jaú tem 3 pontos e ainda pode brigar pela vaga. O Aparecidense, por outro lado, não marcou e não pode mais lutar na competição. Após perder o primeiro jogo das finais no último sábado (28) pelo placar de 85 a 79, o Flamengo joga em casa nesta quinta-feira (2) e precisa da vitória, para não se complicar na disputa pela taça do Novo Basquete Brasil (NBB), temporada 2021/2022. O Franca, por sua vez, se vencer, fica com uma mão na taça. A partida será às 19h15.
https://bbs.pku.edu.cn/v2/jump-to.php?url=https://sportslivelines.net/
Em clássico disputado na Arena Barueri na noite deste sábado, 23, o Palmeiras não deu chances ao Corinthians e venceu por 3 a 0 em clássico válido pela 3ª rodada do Campeonato Brasileiro. Castilho de Andrade pros jogos do Corinthians Conheça nossa nova seção palpites completamente dedicada a eles, com dezenas de palpites por dia. >> Conheça agora! Sr. Goool traz a ferramenta exclusiva de pesquisa sobre a arbitragem nacional e internacional! Conheça! Sharjah Brasil 1 x 1 Madureira-RJGrupo 22 – AlumínioGols: Kauã Moura (Sharjah Brasil), Jonnathan (Madureira-RJ) Para monitorizar totalmente o futebol jogos fisicamente impossível. Há muitos campeonatos, assim como vários torneios adicionais. No entanto, jogos de hoje disponível no formato livescore — resultados e estatísticas. Por conseguinte, não é de todo necessário procurar directo transmite vídeo e monitoriza constantemente o que está a acontecer no ecrã. Em fscore.com.br há sempre muita informação e uma enorme selecção de eventos. O sortido inclui os torneios mais populares e ligas menos conhecidas para os verdadeiros conhecedores do futebol, bem como apostas.
data taipei
This is my first time pay a quick visit at here and i am really happy to read everthing at one place
live draw sgp
Nice post. I learn something totally new and challenging on websites
apk cheat slot
For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.
demo slot pg soft
Nice post. I learn something totally new and challenging on websites
demo slot habanero
This was beautiful Admin. Thank you for your reflections.
keluaran macau
You’re so awesome! I don’t believe I have read a single thing like that before. So great to find someone with some original thoughts on this topic. Really.. thank you for starting this up. This website is something that is needed on the internet, someone with a little originality!
slot demo
I’m often to blogging and i really appreciate your content. The article has actually peaks my interest. I’m going to bookmark your web site and maintain checking for brand spanking new information.
bambubet
This is my first time pay a quick visit at here and i am really happy to read everthing at one place
akun demo slot
naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.
result sgp
naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.
Bambu4d
I appreciate you sharing this blog post. Thanks Again. Cool.
Slamity
While these antibiotics have multiple biological effects, a potent effect is the inhibition of MMP activities viagra vs cialis Thus, Anna was reluctant to take any drug while trying to conceive
prediksi hk hari ini
Hi there to all, for the reason that I am genuinely keen of reading this website’s post to be updated on a regular basis. It carries pleasant stuff.
prediksi togel sgp
Good post! We will be linking to this particularly great post on our site. Keep up the great writing
Психологичные книги.
Страх, фобия и испуг по-разному влияют на нас.
Страх протекает в ожидании опасности, предупреждая
тем самым возможность возникновения невроза,
тогда как испуг мы переживаем
в момент неожиданно наступившей опасности.
Что касается фобии, то она бывает обусловлена явлением или объектом,
характерно воздействующим на человека.
Психологичные книги.
keluaran japan
Very well presented. Every quote was awesome and thanks for sharing the content. Keep sharing and keep motivating others.