শিথিল হতে হতে
সমীর কুমার ভৌমিক
শিথিল হতে হতে হতে—হতে
হতে—হতে তোমার বসন
নগ্নপ্রায় এখন,
প্রকাশ্যে এসে গেছে তোমার শ্রী আর হ্রী
–যা ছিলো তোমার অহঙ্কার
আজ সকলের কাছেই তা হাস্যকর !
আমি অসহায়
আমার সাধ্যে না কুলায়
রাখি যে কেমনে তোমার মান
ছিঁড়ে যায় লজ্জিত বিস্মিত প্রাণ,
কোথায় নিয়ে যাবে আর
ওই নগ্নতার কদর্য দ্বার !
ওই ওরা কা’রা দম্ভের ফুৎকারে
নিভিয়ে দিতে চায় আমার সূর্যটারে ,
উন্মত্ত উল্লাসে আসে ঘিরে অন্ধকারে
কেড়ে নেয় শুদ্ধ সৌন্দর্যের শেষ আভরণ
করে নেয় তোমার বস্ত্রহরণ
শিথিল হতে–হতে, হতে—হতে তোমার মরণ !
992 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি সমীর কুমার ভৌমিক । জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রীষ্টাব্দে(ভারতবর্ষের) হাওড়া জেলার কামিনা গ্রামে। পিতা-দিবাকর ভৌমিক,মাতা-অমিয়া ভৌমিক।
কবির পেশা শিক্ষকতা। শিক্ষায় এম.এ. (বাংলা)। "জনপদ" (ত্রৈমাসিক) পত্রিকার নিয়মিত লেখক।
এছাড়াও কবির কবিতা যেসব সংকলন গ্রন্থে স্থান পেয়েছে “কাব্যতরী” প্রকাশনায় কবির কলম "কিশলয় "(কামিনা), "প্রথমা" (মেদিনীপুর), "ছবি ওছড়া" এবং "শতকবি হাজার কবিতা" (উলুবেড়িয়া মহকুমা সংস্কৃতি পরিষদ),"কবিতার স্বরলিপি"(সম্পাদনা সুমনা সেনগুপ্ত), "বর্ণতারা" (সম্পাদনা রজনী মাখাল)
কবি স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সাহিত্যগোষ্ঠীর কাছ থেকে ১০০টিরও বেশি "সম্মাননা" পত্র পেয়েছেন।