শেষ বিদায়ের বেলা
হুমায়ুন কবির
আমিওতো চলে যাবো সব পিছু টান পিছনে ফেলে,
আমার বাচ্চাটার আদর মাখা আব্বু ডাক কে পিছনে রেখে,
প্রিয়সির কথাও ভুলে যাব মৃত্যুর কে আলিঙ্গন করবো বলে!
কতজন ই তো চলে গেছে মৃত্যু কে চরম সত্যি মেনে নিয়ে।
আমার মা,নানী,নানা দাদী, দাদু, খালা, মামী কতো স্বজন?
কেউ আর ফিরে আসে নি,আসবেও না কখনো সংসারে,
যে সংসারের জন্য তারা ছিল অপরিহার্য, তারা নেই তবুও আছে সংসার।
অপরিহার্য আসলে কেউ নয় এই সংসারে, সবি ই মায়া,
আমরা অপরিহার্য ভাবি নিজেকে!
কিন্তু সংসার জানে সংসারে কেউ অপরিহার্য নয়।
জীবন থেমে যায়, সংসার থামে না।
সংসার কে আমরা বিদায় বলতে পারি না,
কিন্তু সংসার সঠিক সময় আমাদের বিদায় বলে দেয়!
মাটি, চাটায়,বাঁশ সম্ভল করে অন্য কোন
সংসারে দিকে যেতে হয় বড় নিঃসঙ্গ ভাবে।
637 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি হুমায়ুন কবির সোহেল ১৯৮৫ সালের
১০ ই জুন ব্রাম্মন বাড়িয়া জেলার সদর উপজেলা ভাটপাড়া গ্রামে কবির নানার বাড়িতে জন্ম গ্রহন করেন।
মা হোসনে আরা বেগম ও পিতা কাজল
মিয়ার একমাত্র সন্তান কবি ছোট সময়ই
মাতৃ হারা হন।মা কে হারিয়ে কবির জীবনে ছন্দ পতন ঘটে।
কবি স্কুল জীবন থেকেই কবিতার প্রতি ভাল লাগা, আর সেই ভাল লাগা থেকেই
কবিতা লিখার হাতে খড়ি।
এক সময় কবি ব্রাম্মনবাড়িয়া জেলার স্থানীয় পত্রিকা ছড়া কবিতা লিখতেন।
এ ছাড়া কবি জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জরিত ছিলেন।
কবি কুরুলিয়া নামক একটা স্থানীয় পত্রিকায়
কাজ করেছেন অনেক দিন।
ব্রাম্মন বাড়িয়া কবি কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের অন্যতম প্রতিষ্ঠাতা
কবি সংগঠন প্রতিষ্ঠা কাল থেকেই সংগঠনে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তি জীবনে কবি স্ত্রী রুমা আক্তার, এক ছেলে ও এক মেয়ের জনক কবি স্বপ্ন দেখে
কবিতা লালন করে পৃথিবীটা রঙিন করার।
সর্বশেষ লেখা
ছড়া২০২০.০৮.২৬বাবা – হুমায়ুন কবির
জীবনমুখী কবিতা২০২০.০৭.৩০শেষ বিদায়ের বেলা – হুমায়ুন কবির