বিষাদ অনল
– সুমন সাহা
তুমি আজ হাসছ প্রচন্ড জোরে
উড়িয়ে মাথার চুল,
আমার জীবনে এটাই ছিল
সব চেয়ে বড় ভুল।
এসেছিলে তুমি মোর জীবনে
হাওয়ার মতো উড়ে,
ভালোবাসার গান শোনালে
হৃদয় বীণার সুরে।
পাগল-প্রেমিক হলাম আমি
সেই হৃদয়ের সুরে,
তাই আজ আমি হচ্ছি খাঁটি
বিষাদ অনলে পুরে।
পুড়ে যদি কভু এই দেহখানা
হয়ে যায় ভষ্ম ছাই,
সেথা হতে আবার আসব ফিরে
মন যে তোমাকে চাই।
353 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
কবি সুমন সাহা ১৯৮৮ সালের ১৫ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরে জন্ম গ্রহণ করেন। পিতা মাখন লাল সাহা ও মাতা শেফালী রানী সাহা‘র কনিষ্ট পুত্র কবির শৈশবেই কবিতার প্রতি প্রবল ঝোক পরিলক্ষিত হয়। সম্প্রতি কবির প্রকাশিত প্রথম যৌথ কাব্যগ্রন্থ ”মেঘের ভেলা”। ২০২০ সালোর অমর গ্রন্থমেলায় তিনি সম্পাদনা করেন যৌথ কাব্যগ্রন্থ “কাব্যতরী”। কবি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা, জনপ্রিয় অনলাইন প্রোর্টাল ও বিভিন্ন ফেইসবুক গ্রুপে নিয়মিত লিখালিখি করেন।
উল্লেখ্য যে তিনি ২০০৮ সাল হতে “কবির কলম” নামে ’একটি কবি ও কবিতা বিষয়ক সংগঠন’ -এর প্রতিষ্ঠা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি স্বপ্ন দেখেন কবিতাকে লালনের মাধ্যমে পৃথিবিকে আলোকিত করার।
সর্বশেষ লেখা
হাইকু কবিতা২০২১.০৬.২২হাইকু কবিতা রূপসী – তাপস কুমার বর
ছড়া২০২১.০৬.২২বিশ্বগ্রাম – একে আরিফ মাহমুদ
প্রকৃতির কবিতা২০২০.০৮.১৮শিশির- আশিক বিল্লাহ
বিরহের কবিতা২০২০.০৭.৩১রূপা-১৭৩ : রুদ্র মোহাম্মদ ইদ্রিস