কোরবানি
দেবদাস
মন আগে জান তুই মহাজনী বাণী
জ্ঞান আদায় হলে তারপর কোরবানি।।
নিরিখে কোরবান করা,
আপনারে যে দেয় আসকারা;
রিপু যদি যায় মারা
তবেই মেহেরবানী।
অন্য পশু ক্যানে জবাই
ঈশ্বর বলেছে কি তাই?
মনে দিয়ে পশুর ঠাঁই
মুছবে না পরিশানি।
কুরবান করবে কিসের?
মনে যত পশু বিষের;
চিত্ত পাবেই সঠিক দিশে
দেবদাস দেইনে গুলতানি ।।
280 বার পঠিত হয়েছে
লেখক সম্পর্কে

-
আমি দেবদাস
একজন ভারতবাসী।
সর্বশেষ লেখা
অণুকবিতা২০২০.০৮.০৯অনুকাব্য – ৩
অণুকবিতা২০২০.০৮.০২অনুকাব্য ০২ – দেবদাস
জীবনমুখী কবিতা২০২০.০৮.০২কোরবানি – দেবদাস
অণুকবিতা২০২০.০৮.০১অনুকাব্য 0১ – দেবদাস